For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine Crisis: কিয়েভের দিকে এগোচ্ছে রুশ সেনা, ভারতীয়দের ফিরিয়ে আনার আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

Russia-Ukraine Crisis: কিয়েভের দিকে এগোচ্ছে রুশ সেনা, ভারতীয়দের ফিরিয়ে আনার আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর

Google Oneindia Bengali News

কিয়েভের দিকে এগোচ্ছে রুশ সেনা। তার মধ্যেই প্রায় ১৬০০০ ভারতীয় আটকে রয়েছেন ইউক্রেনে। উৎকণ্ঠায় পরিজনরা। তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে ইউক্রেন সেনা। সোশ্যাল মিিডায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ইউক্রেনের ন্যাশনাল মেডিকেল কলেজে হোস্টেলে বাঙ্কার তৈরি করে ছাত্রছাত্রীদের সেখানে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর আশ্বাস

প্রধানমন্ত্রী মোদীর আশ্বাস

যুদ্ধ বিধ্বস্ত রাশিয়া। বোমা বর্ষণ আর মিসাইল হানায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানকার। সেই যুদ্ধের মধ্যেই আটকে পড়েছেন ১৬০০০ ভারতীয়। তাঁদের ফিরিয়ে আমতে মরিয়া মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীক আস্বস্ত করে বলেছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা এখনই সবচেেয় বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছে। এবং মোদী সরকার তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা চালাচ্ছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

ইউক্রেনে আটকে ১৬০০০ ভারতীয়

ইউক্রেনে আটকে ১৬০০০ ভারতীয়

২০,০০০ ভারতীয়ের বাস ছিল ইউক্রেনে। তার মধ্যে প্রথমে ২৪২ জন ভারতীয়কে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে উড়িয়ে আনা হয়েছে দেশে। তখন অবশ্য যুদ্ধ শুরু হয়নি। তার আগেই তাঁদের ফিরিয়ে আনা হয়েছিল। বাকি ভারতীয়দের কাছেও বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছিল যে তাঁরা যেন সাময়িক ভাবে ইউক্রেনের বাস উঠিয়ে ফিরে আসেন। তারপর থেকে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় এবং পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রেখেছে ৃভারতীয় দূতাবাস।

মেডিকেল কলেজের বাঙ্কারে ভারতীয় পড়ুয়ারা

মেডিকেল কলেজের বাঙ্কারে ভারতীয় পড়ুয়ারা

ইউক্রেন জুড়ে বোমা বর্ষণ করে চলেছে রুশ বাহিনী। চলছে মিসাইল হানাও। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সেখানে দিন কাটাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। একটি ভিডিওয় দেখা গিয়েছে মেডিকেল কলেজের বাঙ্কারের মধ্যে রয়েছেন পড়ুয়ারা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে শুরু করেছে ভারতীয়দের মধ্যে। উদ্বেগের প্রহর গুণছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের পরিস্থিতির একাধিক ভিডিও উদ্বেগ বাড়াচ্ছে।

বিদেশ মন্ত্রকে বিশেষ কন্ট্রোলরুম

বিদেশ মন্ত্রকে বিশেষ কন্ট্রোলরুম

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ কন্ট্রোলরুম খোলা হয়েছে। ইতিমধ্যেই রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনকে অবিলম্বে যুদ্ধ বন্ধের কথা বলেছেন তিনি। এদিকে শোনা যাচ্ছে আমেরিকার প্রেডিসেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রাশিয়া নিয়ে কথা বলবেন। ইউক্রেনকে সামরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। ইউরোপীয়ান ইউনিয়নের দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ কড়া করার সিদ্ধান্ত নিয়েছে।

English summary
Russia Ukraine update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X