দ্রুত ভারতে আসছে স্পুটনিক-ভি! দেশজোড়া আতঙ্কের মাঝেই আশার কথা রাজনাথের গলায়
রাশিয়ার করোনা টিকার ভারত আগমণ ঘিরে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে তাতেই চূড়ান্ত সিলোমহর দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে মঙ্গলবারই করোনা রাশিয়ার করোনা টিকা নিয়ে স্পষ্ট ইঙ্গিত শোনা যাচ্ছিল কেন্দ্রের তরফে। এবার তাই নিশ্চিত করলেন রাজনাথ। আর তাতেই নতুন করে খুশির হাওয়া স্বাস্থ্য মহলে। এখই সাথে করোনা ভাইরাস নিয়ে সুখবর দেওয়ার পাশাপাশি দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে মোদী সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

এদিন লখনউয়ের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে ভার্চুয়াল সভায় বর্ক্তৃতা দিতে গিয়ে রাজনাথ বলেন, “ বিজ্ঞানী ও ডাক্তারদের মিলত প্রয়াসেই ভারতে খুব দ্রুত শেষ হতে চলেছে করোনা টিকার ট্রায়াল। তাছাড়া ইতিমধ্যেই দ্রুততার সঙ্গে সমস্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের টিকাকরণের বিষয়ে সম্মতিও দিয়েছে সরকার। দ্রুতই ভারতে এসে পৌঁছাবে রাশিয়ার করোনা টিকাও।”
এখানেই না থেমে ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থায় একাধিক অগ্রগন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কী ভাবে কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ও শীর্ষ তালিকায় উঠে আসতে পারে সেই বিষয়েও এদিন জোরালো সওয়াল করেন তিনি। একই সাথে ভারতের করোনা মোকাবিলা সম্পর্কে বলতে গিয়ে রাজনাথ সিং বলেন, “ দেশের ১৩৫ কোটি মানুষের কাছে সঠিক ভাবে সমস্ত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম প্রধান কর্তব্য। আমরা শুরু থেকেই সেই কাজে দায়বদ্ধ। ভারতের মোট জিডিপির ১.১৬ শতাংশই বর্তমানে স্বাস্থ্য খাতে খরচ করা হচ্ছে। একইসাথে শুধুমাত্র আয়ুস্মান ভারত প্রকল্পের আওতাতেই ভারতে এখনও পর্যন্ত ১.৫ কোটি ভারতীর স্বাস্থ্য সেবায় ১৭ হাজার কোটি টাকা ব্যায় করা হয়েছে। ”

শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী প্রশান্ত কিশোর আর অভিষেক! একুশের আগে শানালেন বাক্যবাণ