For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে দ্রুত ভারতে আসছে স্পুটনিক-ভি, আতঙ্কের আবহেই তারিখ ঘোষণা প্রস্তুতকারী সংস্থার

করোনা যুদ্ধে দ্রুত ভারতে আসছে স্পুটনিক-ভি, আতঙ্কের আবহেই তারিখ ঘোষণা প্রস্তুতকারী সংস্থার

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাবু গোটা দেশ। করোনা যুদ্ধে দুই দেশীয় ভ্যাকসিনের পাশাপাশি ইতিমধ্যেই স্পুটনিখ-ভি, মডার্না, ফাইজার, জনসন সহ একাধিক ভ্যাকসিনকে ভারতে টিকাকরণের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এমতাস্থায় এবার ১ মে ভারতে ঢুকছে রাশিয়ান প্রতিষেধক স্পুটনিক ভি। এদিন একথা জানান রাশিয়ার ডিরেক্ট ইনভেস্ট ফান্ড-এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ। প্রতিষেধকটি যৌথভাবে তৈরি করেছে গামায়েল ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং আরডিআইএফ।

করোনা যুদ্ধে দ্রুত ভারতে আসছে স্পুটনিক-ভি, আতঙ্কের আবহেই তারিখ ঘোষণা প্রস্তুতকারী সংস্থার


এদিকে ভারতে এটির বিপণনের দায়িত্বে রয়েছে ডঃ রেড্ডিজ সংস্থা। এমনকী আগামীতে এই সংস্থার হাত ধরেই ভারতেই তৈরি হবে স্পুটনিক। তার জন্য ইতিমধ্যেই ভারতে ৬টি উৎপাদন কেন্দ্র বানানো হয়েছে। এর মধ্যে দু’টি উৎপাদন কেন্দ্রের কাজ শুরু হওয়ার মুখে বলে জানা যাচ্ছে। এদিকে মে-র শুরুতেই ভারতে স্পুটনিক-ভি আশার কথা নিশ্চিত করেছেন 'ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরিজ’-এর চিফ এগ্‌জিকিউটিভ অফিসার (সিইও) দীপক সাপ্রাও।

করোনায় মৃত হিন্দুদের শেষকৃত্য সারছেন মুসলিম যুবকের দল, সঙ্কটের মাঝেই সম্প্রীতির নজির যোগীরাজ্যেকরোনায় মৃত হিন্দুদের শেষকৃত্য সারছেন মুসলিম যুবকের দল, সঙ্কটের মাঝেই সম্প্রীতির নজির যোগীরাজ্যে

এই টিকাও দুই ডোজে দেওয়া হয়। প্রথম ডোজ দেওয়ার ২১ দিন পর দ্বিতীয়টি। সবথেকে বেশি ইমিউনিটি (রোগ প্রতিরোধ ক্ষমতা) গড়ে ওঠে প্রথম ডোজ নেওয়ার ২৮ থেকে ৪২ দিনের সময়সীমার মধ্যে। করোনা ভাইরাসের বিরুদ্ধে স্পুটনিক ভি-এর ৯১.৬ শতাংশ কার্যকারিতা রয়েছে বলে জানানো সংস্থার তরফে। এদিকে এই ভ্যাকসিন আবিষ্কারের পর থেকেই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিতর্কের মুখে পড়ে প্রস্তুতকারী সংস্থা। এ পর্যন্ত স্পুটনিক ভি-এর ট্রায়ালে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তার কোনওটার সঙ্গেই প্রতিষেধকের সম্পর্ক নেই বলেই দাবি রাশিাক। এমনকী টিকার প্রয়োগে শরীরে ক্ষতিকর কোনও পার্শ্ব-প্রতিক্রিয়ার খবরও মেলেনি বলে দাবি রাশিয়ার।

English summary
russia s corona vaccine sputnik v is coming to india in early may
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X