For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৩-এর ঘর ছুঁয়ে ফেলল টাকা, আর বেশি দূরে নয় একশো-র ঘর

আরও বিপদ বাড়িয়ে ডলারে ৭৩ টাকার ঘর ছুঁয়ে ফেলল টাকার অঙ্ক। ২০১৮ সালে এশিয়ার সবচেয়ে অধঃগতিতে চলা মুদ্রা হল টাকা। ১৩ শতাংশ নেমে গিয়েছে এর মূল্য। এই সমস্যা এখনই মিটবে না।

  • |
Google Oneindia Bengali News

আরও বিপদ বাড়িয়ে ডলারে ৭৩ টাকার ঘর ছুঁয়ে ফেলল টাকার অঙ্ক। ২০১৮ সালে এশিয়ার সবচেয়ে অধঃগতিতে চলা মুদ্রা হল টাকা। ১৩ শতাংশ নেমে গিয়েছে এর মূল্য। এই সমস্যা এখনই মিটবে না। কারণ ভারতের চিন্তা বাড়িয়ে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ১০০ ডলারে পৌঁছনোর আশঙ্কা রয়েছে। ভারত পৃথিবীর অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। ফলে এই অবস্থা চললে আর এক প্রস্থ ধাক্কা এসে লাগতে পারে।

৭৩-এর ঘর ছুঁয়ে ফেলল টাকা, আর বেশি দূরে নয় একশো-র ঘর

বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে টাকার দাম অনেকটা বেড়ে যাবে তা ভাবাটা যুক্তিযুক্ত হবে। তেলের দাম বাড়া ও অন্যান্য কারণে টাকার মূল্য এভাবে হ্রাস হচ্ছে।

এদিন রেকর্ড নেমে টাকার দাম ৭৩.৪১ টাকায় নেমে গিয়েছে। আগামিদিনে তা ৭৪ এর ঘরে নেমে যাবে বলেও মনে করা হচ্ছে। বাজার ওঠানামার ভয়ে ভারতীয় স্টক থেকে ৯.১ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। সেটার ধাক্কাও লেগেছে বাজারে।

সোমবার ৪৩ পয়সা নেমে গিয়ে টাকার মূল্য ডলারের সাপেক্ষে ৭২.৯১ টাকায় পৌঁছে যায়। তারপরে এদিন সকালেই ফের বাজার খুললেই আরও নেমে ৭৩ এর ঘর ছুঁয়ে ফেলে।

English summary
Rupee breaches 73 rupees per dollar but pain may not be over yet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X