For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে নিয়ে বারবার উত্তাল সংসদ, কীভাবে রাফালে চুক্তি আগে থেকে জানলেন অনিল আম্বানি

রাফালে নিয়ে সংসদে ও সংসদের বাইরে চাপ বজায় রাখল কংগ্রেস ও বিরোধী দলগুলি।

  • |
Google Oneindia Bengali News

রাফালে নিয়ে সংসদে ও সংসদের বাইরে চাপ বজায় রাখল কংগ্রেস ও বিরোধী দলগুলি। এদিন সংসদে রাফালে ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির দাবিতে চূড়ান্ত হট্টগোল করেন কংগ্রেস সহ বিরোধীরা। এদিকে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চূড়ান্ত আক্রমণ করেন।

রাফালে নিয়ে বারবার উত্তাল সংসদ, জেপিসির দাবিতে চূড়ান্ত বিক্ষোভ

একটি ইমেল দেখিয়ে রাহুল বলেন, নরেন্দ্র মোদী রাফালে চুক্তিতে অনিল আম্বানির হয়ে দালালি করেছেন। অনিলকে চুক্তির বিষয়ে মোদী বলেছেন। তারপরই তিনি প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা খোলেন।

রাহুলের অভিযোগ, ইমেল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে চুক্তি হওয়ার অন্তত দশদিন আগে থেকে অনিল বিষয়টি জানতেন। এয়ারবাস সিইও-কে তিনি বিষয়টি জানান। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর এই ধরনের বিষয় গোপন রাখার কথা। তার অন্যথা হলে তাঁকে জেলে যেতে হবে। এখন তিনি কী করেছেন তা দেশবাসীর কাছে জবাব দিন।

এদিন কংগ্রেস সভাপতি অভিযোগ করে বলেছেন, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী চুক্তি নিয়ে জানতেন না অথচ অনিল আম্বানি ফরাসি প্রতিরক্ষা মন্ত্রকের অফিসে বসে দুই সপ্তাহ আগে বলে দিচ্ছেন, কয়েকদিন পর প্রধানমন্ত্রী মউ সাক্ষর করবেন এবং তাতে তাঁর সংস্থা থাকবে। এতে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট-কে মান্যতা দেওয়া হয়নি বলে অভিযোগ রাহুলের।

সোমবার অন্তর্বর্তী বাজেট পাশ করানোর সময় কংগ্রেস ও বামেরা লোকসভা থেকে ওয়াক আউট করে। এদিনও রাফালে ইস্যুতে জেপিসির দাবি জানিয়ে মল্লিকার্জুন খারগের নেতৃত্বে কংগ্রেস সংসদ থেকে বেরিয়ে যায়।

English summary
Ruckus in parliament as opposition MPs seeks JPC in Rafale deal as Anil Ambani met French Defence officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X