এক বছরে মোদী জমানায় নন পারফর্মিং অ্যাসেট বেড়ে হয়েছে দ্বিগুণ! আরটিআই রিপোর্টে চাঞ্চল্য
মোদী জমানায় অকর্মক্ষম সম্পদ বা নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ একবছরে দ্বিগুণ হয়েছে। সংবাদ সংস্থা দ্য ওয়্যারের করা এক আরটিআই-এ এই তথ্য উঠে এসেছে। মোদীর উচ্চাকাঙ্খী প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে আরটিআই করা হয়েছিল।

১২ ফেব্রুয়ারি রাজ্যসভাকে দেওয়া উত্তরে তৎকালীন অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা লিখেছেন ২০১৮-র ৩১ মার্চ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় অকর্মক্ষম সম্পদের পরিমাণ ৭,২৭৭.৩১ কোটি টাকা। এরপর সংবাদ সংস্থা অয়ারের করা আরটিআই-এর দেখা যাচ্ছে ২০১৯-এর ৩১ মার্চ মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইনান্স এজেন্সি লিমিটেডে অকার্যকরী সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬,৪৮১.৪৫ কোটি টাকা। এর অর্থ একবছরে মুদ্রা যোজনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে ঋণ দেওয়া হয়েছে ৯.২০৪.১৪ কোটি টাকা।
প্রকাশিত খবর অনুযায়ী মুদ্রা যোজনায় ৩০.৫৭ লক্ষ অ্যাকাউন্টকে অকর্মক্ষম বলে ঘোষণা করা হয়েছে।
আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১ এপ্রিল ২০১৮ থেকে ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে ৩.১১ লক্ষ কোটি টাকা। এর অর্থ অকর্মক্ষম সম্পদের পরিমাণ মোট ঋণের ২.৮৯ শতাংশ।