For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের পর্দাফাঁস! ইউপিএ আমলে ফোন-ইমেল-এ আড়ি পাতত সরকার, জানাল আরটিআই আবেদন

এদিন তথ্য জানার অধিকার আইনে যে তথ্য সামনে এল তা চমকে দেওয়ার মতো।

  • |
Google Oneindia Bengali News

দেশের প্রতিটি কম্পিউটারে প্রয়োজনে নজরদারি চালাতে দশটি কেন্দ্রীয় সংস্থাকে নিযুক্ত করেছে কেন্দ্র। যা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে গিয়েছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারে এটাকে হস্তক্ষেপ বলেই বিরোধী দলগুলি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানায়। তার সর্বাগ্রে ছিল কংগ্রেস।

কংগ্রেসের পর্দাফাঁস! ইউপিএ আমলে ফোন-ইমেল-এ আড়ি পাতত সরকার

তবে এদিন তথ্য জানার অধিকার আইনে যে তথ্য সামনে এল তা চমকে দেওয়ার মতো। জানা গিয়েছে, ২০১৩ সালে ইউপিএ জমানায় প্রতি মাসে ৯ হাজার ফোন ও ৫০০টি ইমেল-এ কেন্দ্র সরকার নজরদারি চালিয়েছে।

২০১৩ সালে এই আরটিআই করা হয়। তাতে জানানো হয়েছিল, কোন কোন সংস্থাকে দিয়ে কেন্দ্র এই নজরদারি চালিয়েছে। তার মধ্যে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট, সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স, ডিরেক্টরেট অব রেভিনিউ , সিবিআই, এনআইএ, র, কমিশনার অব দিল্লি পুলিশ, ডিরেক্টরেট অব সিগন্যাল ইন্টেলিজেন্স।

ঘটনা হল, এই একই সংস্থাগুলিকে দিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার নজরদারির কথা জানিয়েছে। তা সত্ত্বেও বিরোধীরা সমালোচনায় সরব হয়েছে।

English summary
RTI reveals UPA govt snooped on phones, emails every month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X