For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১৫ লক্ষ টাকা? আরটিআই প্রশ্নের জবাবে কী জানাল কেন্দ্র

তথ্য জানার অধিকার আইনে জনৈক একজন প্রশ্ন করে প্রধানমন্ত্রী দফতরে। প্রশ্ন করা হয়, ১৫ লক্ষ টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে?

  • |
Google Oneindia Bengali News

২০১৪ লোকসভা ভোটের আগে কংগ্রেস তথা ইউপিএ সরকারের আমলে হওয়া দুর্নীতির বিরুদ্ধে বড় মুখ করে প্রচার করেছিল বিজেপি। নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, দেশ থেকে বিদেশের ব্যাঙ্কে চলে যাওয়া কালো টাকা ফেরত এনে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পৌঁছে দেবে কেন্দ্র।

কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ১৫ লক্ষ টাকা! আরটিআই প্রশ্ন

সেটা ফাঁকা আওয়াজ ছিল, নির্বাচনে জিততেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। এমনটাই অভিয়োগ বিরোধীদের। সেই প্রতিশ্রুতি কতদূর রক্ষা করতে পারল কেন্দ্র তা জানতে তথ্য জানার অধিকার আইনে জনৈক একজন প্রশ্ন করে প্রধানমন্ত্রী দফতরে। প্রশ্ন করা হয়, ১৫ লক্ষ টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে?

তার জবাব দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। এই আরটিআই প্রশ্ন করা হয় ২০১৬ সালের ২৬ নভেম্বর। সেই মাসেই ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১ হাজার টাকার নোট কেন্দ্র বাতিল করে দেয়। সেই নোট বাতিলের ঘটনার কয়েকদিন পরেই প্রশ্ন করা হয়। কবে প্রতিশ্রুতিমতো ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জানতে চাওয়া হয়।

জবাবে পিএমও জানিয়েছে, আরটিআই নিয়ম অনুযায়ী এমন জিজ্ঞাস্য তথ্য বা ইনফরমেশন-এর আওতায় পড়ে না। ফলে এর উত্তর দেওয়া সম্ভব নয়। সেই জবাবই কেন্দ্রীয় তথ্য কমিশনকে জানিয়ে দেওয়া হয়।

প্রশ্নকর্তার নাম মোহন কুমার শর্মা। তিনি মুখ্য তথ্য কমিশনার আরকে মাথুরকে জানিয়েছিলেন, কোনও তথ্য তাঁকে জানানো হয়নি। পরে কেন্দ্রীয় তথ্য কমিশন সমস্ত ঘটনা খতিয়ে দেখে প্রধানমন্ত্রী দফতরের সঙ্গে সহমত জানিয়েছে। এবং জানিয়েছে, পিএম-ও এবং আরবিআই যে ব্যাখ্যা এই প্রসঙ্গে আরটিআই জিজ্ঞাস্যে দিয়েছে তা সন্তোষজনক। ফলে টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই আরটিআই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।

English summary
RTI asked PMO about Rs 15 lakh promised by PM Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X