For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Covid In India: পাঁচ দেশ থেকে ভারতে প্রবেশে RT-PCR টেস্ট মাস্ট! একনজরে BF.7-এর লক্ষণ, সতর্কতা ও সংক্রমণের হার

সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চিনে সব থেকে বেশি করোনার কবলে চিন। এছাড়াও জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ডেনমার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনেও দাপিয়ে বেড়াচ্ছে করোনা। এখনও পর্যন্ত ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 মনে

  • |
Google Oneindia Bengali News

সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চিনে সব থেকে বেশি করোনার কবলে চিন। এছাড়াও জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ডেনমার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনেও দাপিয়ে বেড়াচ্ছে করোনা। এখনও পর্যন্ত ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে নতুন কোনও সাব-ভ্যারিয়েন্টও থাকতে পারে। তবে চিন থেকে সঠিক খবর পাওয়াও এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-এর খোঁজ ভারতে প্রথম পাওয়া যায় গত জুলাইয়ে। তারপর সেপ্টেম্বরে।

এখনও পর্যন্ত গুজরাত ও ওড়িশার দুজন করে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও, সবাই এখন সুস্থ। চিন-সহ পাঁচটি দেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে আরটিপিসিআর টেস্ট মাস্ট, এদিন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

যেসব দেশ থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড থেকে আসা আন্তর্জাতিক যাত্রীদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। যদি যাত্রীদের ক্ষেত্রে লক্ষণ দেখা দেয়, তাহলে তাঁদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে। সেইসব যাত্রীদের তাঁদের স্বাস্থ্য নিয়ে 'এয়ার সুবিধা' ফর্ম পূরণ করা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কী?

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 কী?

BF.7-হল ওমিক্রন ভ্যারিয়েন্ট BA.5-এর সাব লিনিয়েজ অর্থাৎ উপবংশ। যার ইনকিবেশন পিরিয়ড সংক্ষিপ্ত হলেও, এটি অত্যন্ত সংক্রমণ যোগ্য। টিকা পাওয়া ব্যক্তিরাও ফের BF.7-এর মাধ্যমে সংক্রমিত হতে পারেন। একটি বিজ্ঞান জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে উহানের ভাইরাসের তুলনায় এই ভ্যারিয়েন্টের প্রতিরোধ ক্ষমতা প্রায় ৪.৪ গুণ বেশি। অর্থাৎ ভ্যাকসিন থেকে অ্যান্টিবড়ি শরীরে তৈরি হলেও, তার বিরুদ্ধেও এই ভাইরাসের শক্তি বজায় থাকছে।

 ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-র লক্ষণ

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-র লক্ষণ

ওমিক্রণের এই সাব ভ্যারিয়েন্টের লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, গলা ব্যথা, সর্দি, কাশি-সহ শ্বাসযন্ত্রের ওপরের অংশের সংক্রমণ। কোনও কোনও রোগীর ক্ষেত্রে ডায়ারিয়া ও বমি-সহ লক্ষণও দেখা দিতে পারে। কারও এই ধরনের উপসর্গ থাকলে অবিলম্বে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। আপাতত এই ভ্যারিয়েন্টের বিষয়ে যে তথ্য পাওয়া গিয়েছে, তা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে জটিলতা দেখা না দিলেও, দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।

কী সতর্কতা নিতে হবে

কী সতর্কতা নিতে হবে

রাত পেরোলেই ক্রিসমাস। তারপরে ইংরেজি নববর্ষ। সেই কারণে এই সময় কোভিড বিধি মেনে চলা জরুরি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এই ভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা হলেও রোধ করতে পারে।

ভারতের পরিস্থিতি

ভারতের পরিস্থিতি

ভারতে এই সময়ে সাধারণ মানুষের মধ্যে সর্দি, কাশি এবং অন্য মরসুমী অসুখ সাধারণ রোগ-ব্যধির মধ্যে পড়ে। কিন্তু নির্দিষ্ট লক্ষণগুলি থাকলে পরীক্ষা করিয়ে নেওয়াটা জরুরি। গত প্রাশ বেশ কয়েকদিন ধরে ভারতে প্রতিদিনের সংক্রমণ ১৫০-এর আশপাশে থাকলেও, এদিন তা ২০০-র ওপরে উঠেছে।
অক্টোবর পর্যন্ত ভারতে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-এ মাত্র ৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে ডিসেম্বরে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-এর ছড়িয়ে পড়ার খবর আসতেই নভেম্বর মাসের ক্ষেত্রে করোনা পরীক্ষার যত বেশি সম্ভব জিনোম সিকোয়েন্সিং-এর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে এবং নজরদারি বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।

IT Sector Jobs: মন্দা কাটিয়ে বাড়বে স্থায়ী নিয়োগ! আইটি সেক্টর নিয়ে আশার আলোIT Sector Jobs: মন্দা কাটিয়ে বাড়বে স্থায়ী নিয়োগ! আইটি সেক্টর নিয়ে আশার আলো

English summary
RT-PCR test to be compulsory for passengers from China, Japan, South Korea, Hong Kong, Thailand to India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X