For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে শহিদদের সম্মানে সরকারি কাজের বরাত দেওয়া বন্ধ করুক সরকার, হুঙ্কার সঙ্ঘ নেতাদের

লাদাখে শহিদদের সম্মানে সরকারি কাজের বরাত দেওয়া বন্ধ করুক সরকার, হুঙ্কার সঙ্ঘ নেতাদের

Google Oneindia Bengali News

লাদাখে ভারতীয় সেনাদের মারছে চিন। তাই সরকারের কোন কাজের বরাত যেন চিনা সংস্থাকে দেওয়া না হয়। এমনই দাবি জানিয়েছেন আরএসএস । শুধু তাই নয় শহিদ জওয়ানদের স্মরণে চিনা দ্রব্য বর্জনেরও ডাক দিয়েছে আরএসএস সমর্থিত স্বদেশি জাগরণ মঞ্চ।

বয়কট হোক চিনা সংস্থা

বয়কট হোক চিনা সংস্থা

লাদাখে একের পর হামলা চালিয়ে ভারতের জওয়ানরা। এই পরিস্থিতিতে সরকার যেন কোনও প্রকল্পের বরাত চিনা সংস্থাকে না দেয়। হুঙ্কার দিলেন আরএসএস নেতারা। এমনকী চিনা দ্রব্য বর্জনেরও ডাক দিয়েছে সংঘ সমর্থিত স্বদেশি জাগরণ মঞ্চ।

তোলপাড় লাদাখ

তোলপাড় লাদাখ

মঙ্গলবার গালওয়ান উপত্যকা নিয়ে দুই দেশের বাহিনীর মধ্যে প্রবল সংঘর্ষ বাঁধে। তাতে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছেন শতাধিক জওয়ান। তারমধ্যে আবার ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

লাদাখে উস্কানি দিয়ে ভারত চুপ করে বসে থাকবে না। তার যোগ্য জবাব দেবে বলে চিনকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় জওয়ানদের বলিদান বৃথা যাবে না বলেও জানিয়েছেন তিনি। লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানরা মারতে মারতে মরেছেন। তাঁদের সম্মানেই চিনকে যোগ্য জবাব দেবে ভারত।

চিনের প্রতি রোষ বাড়ছে

চিনের প্রতি রোষ বাড়ছে

করোনা সংক্রমণ নিয়ে চিনের বিরুদ্ধে গোটা বিশ্বেই বিদ্বেষ মূলক মনোভাব তৈরি হয়েছে। ভারত তার ব্যতিক্রম নয়। করোনা সংক্রমণের পর অনেকেই চিনা দ্রব্য বর্জন করতে শুরু করেছিলেন। এবার লাদাখের ঘটনা তাতে আর বেশি ইন্ধন দিয়েছে। চিনা দ্রব্য নিয়ে রোষ আরও বেড়ে যাবে দেশে তাতে কোনও সন্দেহ নেই।

'মারতে মারতে শহিদ হয়েছেন ভারতীয় জওয়ানরা', গালওয়ান সংঘর্ষ নিয়ে চিনকে কড়া হুঁশিয়ারি মোদীর'মারতে মারতে শহিদ হয়েছেন ভারতীয় জওয়ানরা', গালওয়ান সংঘর্ষ নিয়ে চিনকে কড়া হুঁশিয়ারি মোদীর

English summary
RSS want government should ban chinese company for government work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X