For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী বাজেটে কেন্দ্রকে গ্রামীণ অর্থনীতিতে মনোনিবেশ করার আহ্বান জানালো আরএসএস

আগামী বাজেটে কেন্দ্রকে গ্রামীণ অর্থনীতিতে মনোনিবেশ করার আহ্বান জানালো আরএসএস

  • |
Google Oneindia Bengali News

গত এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতিকে বিগত ২৫টি ত্রৈমাসিকের থেকে বৃদ্ধি সর্বাধিক হ্রাস পেতে দেখা যায়। দেশের আর্থিক বৃদ্ধির গতি প্রায় ৫শতাংশ কমে যেতে দেখা যায়।

আগামী বাজেটে কেন্দ্রকে গ্রামীণ অর্থনীতিতে মনোনিবেশ করার আহ্বান জানালো আরএসএস

এমতাবস্থায় বিজেপির তাবড় তাবড় চিন্তাবিদ, অর্থ বিষয়ক সংস্থাগুলি, অর্থ মন্ত্রকের বিশেষজ্ঞদের সঙ্গে এবার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির আদর্শিক পিতা, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস প্রত্যেকেই চাইছে এবার গ্রামীণ অর্থনীতির উপর মনোনিবেশ করুক কেন্দ্র সরকার।

এই সামগ্রিক বিষয়ের সঙ্গে যুক্ত কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক আরএসএস ঘনিষ্ঠ তিন ব্যক্তি জানান আরএসএস চায় আসন্ন কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু পদক্ষেপ নিক বিজেপি শাসিত বর্তমান কেন্দ্র সরকার। পাশাপাশি একাধিক মহলের ধারণা গ্রামীণ অর্থনীতির উপর বিশেষ নজর দিলে তা সামগ্রিক চাহিদা বৃদ্ধিতে এবং চলমান অর্থনৈতিক মন্দার দূর করার পক্ষে সহায়ক হতে পারে।

এই পদ্ধতির মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি এখান থেকে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে পারবে বলেও মনে করছে আরএসএসের চিন্তাবিদরা। সূত্রের খবর, গত মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে বৈঠকের সময় এই বিষয়ে কথা হয় আরএসএস কর্মকর্তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন বরিষ্ঠ আরএসএস কর্মীর মধ্যে একজন বলেন, “সঙ্ঘের ধারণা, গত পাঁচ বছরে শহরের একাধিক ইস্যুতে একচেটিয়া মনোনিবেশ কার্যকর হয়নি। গ্রামীণ অর্থনীতিতে মনোনিবেশ করলে সহজেই দেশব্যাপী বেড়ে চলা অর্থনৈতিক মন্দার উপর খানিকটা রাশ টানা যাবে।” অন্যদিকে কেন্দ্র সরকার ইতিমধ্যেই এই প্রসঙ্গে দ্রুত পদক্ষেপ নিতে বাজেটের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অংশীদারদের সাথে পরামর্শ শুরু করে দিয়েছে বলে খবর।

English summary
rss urges center to focus on rural economy in next budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X