For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে চূ়ড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রাম মন্দির তৈরির দিনক্ষণ জানাল আরএসএস

আরএসএস এর সেকেন্ড ইন কম্যান্ড ভাইয়াজি জোশী জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যেই রাম মন্দির তৈরি করা হবে।

  • |
Google Oneindia Bengali News

আরএসএস এর সেকেন্ড ইন কম্যান্ড ভাইয়াজি জোশী জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যেই রাম মন্দির তৈরি করা হবে। এর আগে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে অযোধ্যায় রাম মন্দির তৈরি নিয়ে মত প্রকাশ করেছিল আরএসএস। এবার স্পষ্ট জানিয়েছে, ২০২৪ লোকসভা নির্বাচনের পরই রাম মন্দির গড়ে উঠবে।

বিজেপিকে চূ়ড়ান্ত হুঁশিয়ারি দিয়ে রাম মন্দির তৈরির দিনক্ষণ জানাল আরএসএস

ভাইয়াজি জোশী বলেছেন, ১৯৫২ সালে সোমনাথ মন্দিরের স্থাপনা হওয়ার পর দেশ গতিতে এগিয়েছে। ২০২৫ সালে রাম জন্মভূমির ওপরে মন্দির তৈরির পর দেশের এগিয়ে যাওয়ার গতি আরও বাড়বে। অযোধ্যায় রাম মন্দির তৈরির পরের দেড়শো বছর ধরে ভারতে পুঁজি আসবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আইনি প্রক্রিয়া মিটে গেলেই রাম মন্দির তৈরির বিষয়ে পদক্ষেপ করা হবে। অধ্যাদেশ তৈরি করে তাড়াতাড়ি মন্দির তৈরির আইন আনার কোনও পরিকল্পনা যে নেই তাও কিছুদিন আগে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

আগামী ২৯ জানুয়ারি অযোধ্যা মামলার শুনানি রয়েছে সর্বোচ্চ আদালতে। পাঁচ বিচারপতির বেঞ্চ তা শুনবে।

[আরও পড়ুন: রাজনৈতিক দলগুলিকে দেওয়া চাঁদার প্রায় পুরোটাই ঢুকেছে বিজেপির পকেটে ][আরও পড়ুন: রাজনৈতিক দলগুলিকে দেওয়া চাঁদার প্রায় পুরোটাই ঢুকেছে বিজেপির পকেটে ]

২০১৪ সালে ক্ষমতায় আসার পরে মোদী সরকার হিন্দুত্ববাদীদের কথা শুনে মন্দির তৈরিতে জোর দেবে এমনটাই আশা করেছিল আরএসএস। তবে তাঁরা এখন মনে করছে, ২০১৯ সালেও বিজেপি ক্ষমতায় এসে রাম মন্দির তৈরি করতে আদৌও সমর্থ হবে না। ফলে বারবার রাম মন্দির তৈরি নিয়ে পাল্টা চাপ জারি রাখতে চাইছে আরএসএস।

[আরও পড়ুন:নোটবন্দির পরই বিদেশে 'হেজ ফান্ড' খুলে টাকা পাচার ডোভাল পুত্রের! অভিযোগ কংগ্রেসের][আরও পড়ুন:নোটবন্দির পরই বিদেশে 'হেজ ফান্ড' খুলে টাকা পাচার ডোভাল পুত্রের! অভিযোগ কংগ্রেসের]

English summary
RSS Says Construction of Ram Mandir Shelved for 2025
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X