For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের রাজনৈতিক কৌতুক! অর্থনৈতিক মানদণ্ডে জিডিপি একমাত্র ভিত্তি নয়, বলছে RSS

ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের রাজনৈতিক কৌতুক! অর্থনৈতিক মানদণ্ডে জিডিপি একমাত্র ভিত্তি নয়, বলছে RSS

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ু থেকে শুরু হওয়া কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার এদিন ছিল ষষ্ঠ দিন। ইতিমধ্যে কেরলের ক্ষমতাসীন সিপিআইএম কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়ে কটাক্ষ করেছে। অন্যদিকে কংগ্রেসের (Congress) ওই ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে এবার কটাক্ষ শোনা গেল আরএসএস (RSS) -এর তরফে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যুগ্ম সম্পাদক ড. মনমোহন বৈদ্য বলেছেন, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা রাজনৈতিক কৌতুক ছাড়া আর কিছু নয়।

ব্যর্থ হবে কংগ্রেস

ব্যর্থ হবে কংগ্রেস

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যুগ্ম সম্পাদক ড. মনমোহন বৈদ্য বলেছেন, কংগ্রেস ঘৃণা আর রাজনৈতিক কৌতুকের মাধ্যমে জনগণকে একত্রিত করতে চায়। কিন্তু কংগ্রেসের এই উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছেন তিনি। ওই নেতা আরও বলেছেন কংগ্রেস আরএসএস-এর প্রতি ঘৃণার বার্তা দিয়েছিল, পাশাপাশি তাদের প্রতিরোধের চেষ্টাও করেছিল। কিন্তু তাতে আরএসএস-এর প্রতি সাধারণ মানুষের সমর্থন বেড়েছে।

কংগ্রেসকে কটাক্ষ

কংগ্রেসকে কটাক্ষ

আরএসএস নেতা বলেছেন কেউ যদি দেশের মানুষকে সংযুক্ত করার কাজ করেন, তাহলে তা ভাল জিনিস। কিন্তু যদি কেউ ভাবেন ঘৃণার মাধ্যমে করবেন, তাহলে তা সফল হবে না। তাঁর ব্যাখ্যায় ভারতের আধ্যাত্মিক পরিচয়কে বিশ্বে হিন্দু বলা হয়। সেখানে হিন্দুত্ব একটি ধর্ম নয়। যদি কেউ দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, তাহলে মানুষ তাকে স্বীকৃতি দেয়। এক্ষেত্রে মানুষকে যদি প্রকৃত অর্থে যুক্ত করা হয়, তাহলে তা স্বাগত বলেও মন্তব্য করেছেন তিনি।

 স্বনির্ভর ভারত তৈরিতে প্রতিশ্রুতি বদ্ধ

স্বনির্ভর ভারত তৈরিতে প্রতিশ্রুতি বদ্ধ

রায়পুরে তিনদিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠকের পরে ড. মনমোহন বৈদ্য বলেছেন সংঘ ভারতীয় অর্থনৈতিক মডেলের সঙ্গে স্বনির্ভর ভারত তৈরিতে প্রতিশ্রুতি বদ্ধ। সেই স্বনির্ভর ভারত হবে মানবকেন্দ্রিক, শ্রম-নিবিড় এবং পরিবেশ-বান্ধব বলেছেন তিনি।
তিনি বলেছেন অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে বিকেন্দ্রীকরণ, সুবিধার সুষম বন্টন, গ্রামীণ অর্থনীতি, ভুদ্র শিল্প, কৃষি ভিত্তিক শিল্প এবং নারীর ক্ষমতায়নের ওপরে জোর দেওয়া হয়েছে।

বাড়ছে সংঘ

বাড়ছে সংঘ

বৈঠকে সংঘচালক মোহন ভাগবত, দত্তাত্রেয় হোসাবলে ছাড়াও ৩৬ টি সংস্থা এবং আরএসএস-এ অনুপ্রাণিত সংগঠনগুলির ২৪০ জনের বেশি প্রতিনিধি হাজির ছিলেন। ড. মনমোহন বৈদ্য জানিয়েছেন ভারতের স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে অনুপ্রাণিত সব সংগঠনগুলি আত্মনির্ভরতার লক্ষ্যে কাজ করতে চেয়েছে। যেখানে গ্রাহক পঞ্চায়েত স্থানীয় পণ্য প্রচারের জন্য সিদ্ধান্ত নিয়েছে, সেখানে স্বদেশি জাগরণ মঞ্চ ভারতের অর্থনীতির পরিমাপ করতে নতুন পরিমাপ ব্যবস্থা তৈরির দিকে মনোনিবেশ করেছে, যেখানে জিডিপিকে একমাত্র মান হিসেবে ধরা হবে না।
সংঘের সম্প্রসারণ সম্পর্কে তিনি বলেছেন, সারা বিশ্বেই সখার সংখ্যা বৃদ্ধি হয়েছে।

English summary
RSS says, Congress's Bharat Joro Yatra is a political gimmickry.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X