For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশকে দুঃখের দিন উপহার নরেন্দ্র মোদী সরকারের! বিস্ফোরক আরএসএসের শ্রমিক সংগঠন

এতদিন শুধু বিরোধীরাই সমালোচনা করেছেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। এবার আরএসএসও সরব হল দেশের অর্থমন্ত্রীর বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

এতদিন শুধু বিরোধীরাই সমালোচনা করেছেন মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। এবার হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসও সরব হল দেশের অর্থমন্ত্রীর বিরুদ্ধে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আর্থিক প্যাকেজের চরম বিরোধিতা করল ভারতীয় মজদুর সঙ্ঘ। সঙ্ঘের শ্রমিক সংগঠন সাফ জানিয়ে দিল, দেশকে দুঃখের দিন উপহার দিলেন মোদী সরকারের অর্থমন্ত্রী।

আটটি ক্ষেত্রে বেসরকারিকরণের সিদ্ধান্ত

আটটি ক্ষেত্রে বেসরকারিকরণের সিদ্ধান্ত

দেশকে আত্মনির্ভরতার পথ দেখাতে অন্তত আটটি ক্ষেত্রে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্রোতর এই সিদ্ধান্তের ফলে ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা থাকছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে এই ছাঁটাই ফলে এক অরাজক পরিস্থিতি তৈরি হবে। দেশের কাছে এটা চরম দুঃখের দিন।

দুঃখের দিন উপহার মোদী সরকারের

দুঃখের দিন উপহার মোদী সরকারের

ভারতীয় মজদুর সঙ্ঘের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় বিবৃতি দিয়ে জানান, প্রথম তিন দিনের আর্থিক প্যাকেজের ঘোষণায় অনেকে ভাসছিলেন আনন্দে, এবার তাঁরাই বলছে চতুর্থ দিনের ঘোষণায় দেশের জন্য শুধু দুঃখ উপহার দিলের কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের আত্মবিশ্বাসের অভাব

কেন্দ্রীয় সরকারের আত্মবিশ্বাসের অভাব

উপাধ্যায় কড়া সমালোচনা করে জানান, শ্রমিক সংগঠন, প্রতিনিধিদের সঙ্গে আলাপআলোচনায় আগ্রহী নয় সরকার। এই মানসিকতাই বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের আত্মবিশ্বাসের বিশাল অভাব। এই সিদ্ধান্ত নিন্দাজনক। এই বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরোধিতা করছি আমরা।

নীতি পঙ্গুত্ব দেখা দিয়েছে কেন্দ্রের সরকারের

নীতি পঙ্গুত্ব দেখা দিয়েছে কেন্দ্রের সরকারের

তিনি বলেন, নীতি নির্ধারকদের কাছে সংস্কার ও প্রতিদ্বন্দ্বিতার মানেই হয়ে গিয়েছে বেসরকারিকরণ। দেশের বুকে করোনা মহামারীতে নীতি পঙ্গুত্ব দেখা দিয়েছে কেন্দ্রের সরকারের। করোনা মহামারিতে রাষ্ট্রায়ত্ত সংস্থার ভূমিকা প্রশংসাযোগ্য। অথচ কোপ পড়ছে সেই ক্ষেত্রেই।

করোনার ভ্যাকসিন নিয়ে জোরদার টক্কর মার্কিন, জার্মানি, চিনের মধ্যে! হু জানিয়ে দিল কোন তথ্য করোনার ভ্যাকসিন নিয়ে জোরদার টক্কর মার্কিন, জার্মানি, চিনের মধ্যে! হু জানিয়ে দিল কোন তথ্য

English summary
RSS’s labor union criticizes Modi government’s policy of privatization. FM Nirmala Sitharaman announces eight key sectors become privatization in corona situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X