For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'১৩০ কোটি ভারতীয়কে আমরা হিন্দু সমাজ বলে মনে করি', দাবি ভাগবতের

ফের একবার হিন্দুত্ব ইস্যুতে সরব আরএসএস। এবার দেশের ১৩০ কোটি জনগণকে তিনি হিন্দু বলে মনে করছেন বলে দাবি করেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার হিন্দুত্ব ইস্যুতে সরব আরএসএস। এবার দেশের ১৩০ কোটি জনগণকে তিনি হিন্দু বলে মনে করছেন বলে দাবি করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হায়দরবাদে আয়োজিত 'বিজয় সংকল্প' সভায় উপস্থিত হয়ে হিন্দুত্ব ইস্যুতে জোর দিয়েই নিজের বক্তব্য পেশ করেন মোহন ভাগবত।

১৩০ কোটি ভারতীয়কে তিনি হিন্দু সমাজের অংশ হিসাবে মনে করেন

১৩০ কোটি ভারতীয়কে তিনি হিন্দু সমাজের অংশ হিসাবে মনে করেন

ভাগবত হায়দরাবাদের বিজয় সংকল্প সভায় বলেন, 'ধর্ম আর সংস্কৃতির ভেদ বাদে, যে মানুষদের জাতীয়বাদী উদ্দম রয়েছে আর যাঁরা দেশের সংস্কৃতি ও তার ঐতিহ্যকে সম্মান করেন , তাঁরা হিন্দু। আর আরএসএস মনে করে ১৩০ কোটি ভারতীয়ই এদেশের হিন্দু সমাজের বাসিন্দা।'

'হিন্দু' কারা? কী বললেন মোহন ভাগবত?

'হিন্দু' কারা? কী বললেন মোহন ভাগবত?

এদিনের অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন যে,
'ভারত মায়ের যে সন্তানরা .., সে যেই হোক, যে ভাষাতেই কথা বলুন, যে ধর্মই পালন করুন, বা যে পুজোপাঠেই বিশ্বাস করুন, এঁরা সকলেই হিন্দু।' আর সেই মর্মেই সংঘ মনে করে যে ১৩০ কোটি ভারতীয়ই হিন্দু।

ক্ষমতা নিয়ে সংঘ পরিবারের বক্তব্য

ক্ষমতা নিয়ে সংঘ পরিবারের বক্তব্য

মোহন ভাগবত এদিন বলেন, সংঘ পরিবার কোনও দিনই ক্ষমতা নিয়ে ভাবেনা। কোনদিনই আরএসএস-র তরফে সাম্রাজ্য বিস্তার নিয়ে ভাবা হয়নি ।

প্রজ্ঞা ঠাকুরের সামনেই 'টেরোরিস্ট গো ব্যাক’ স্লোগান পড়ুয়াদের প্রজ্ঞা ঠাকুরের সামনেই 'টেরোরিস্ট গো ব্যাক’ স্লোগান পড়ুয়াদের

English summary
RSS Regards 130 Crore Population Of India As Hindu Society, says Mohan Bhagwat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X