For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী বানানোর চেষ্টায় আরএসএস! কী বলছে বিজেপির সঙ্গী দল

প্রণব মুখোপাধ্যায়কে ডেকে বিজেপির জোটসঙ্গী শিবসেনার তোপে পড়েছে আরএসএস-ও।

  • |
Google Oneindia Bengali News

আরএসএসের সদল দফতরে নাগপুরে অনুষ্ঠানে গিয়ে বিতর্ক তৈরি করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। এমনকী তাঁর দল তথা মেয়ের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। এদিকে প্রণব মুখোপাধ্যায়কে ডেকে বিজেপির জোটসঙ্গী শিবসেনার তোপে পড়েছে আরএসএস-ও।

শিবসেনা উবাচ

শিবসেনা উবাচ

শিবসেনা মনে করছে, প্রণব মুখোপাধ্যায়ের মতো এককালের পোড় খাওয়া নেতাকে অনুষ্ঠানে ডেকে আরএসএস আসলে ২০১৯ লোকসভা নির্বাচনের পরিকল্পনা শুরু করেছে।

 সঞ্জয়ের দাবি

সঞ্জয়ের দাবি

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদের দাবিদার হিসাবে তুলে ধরতে চাইছে আরএসএস। আর তাই তাঁকে ডাকা হয়েছে। যদি বিজেপি প্রয়োজন মতো আসন না পায় তাহলে প্রণব তাস পকেট থেকে বের করতে পারে আরএসএস।

বিজেপির প্রণবকে টার্গেট

বিজেপির প্রণবকে টার্গেট

বিজেপি আগামী নির্বাচনে অন্তত ১১০টি জেতা আসন হারতে চলেছে। যার ফলে সেটা মাথায় রেখেই প্রণববাবুকে এগিয়ে দিতে পারে বিজেপি। এর মাঝেই একদিন আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও বিজেপি সভাপতি অমিত শাহ মুম্বইয়ে বৈঠক করেন। তবে বিজেপিকে আক্রমণ করা থেকে শিবসেনা পিছিয়ে আসেনি।

জোট নিয়ে আলোচনা

জোট নিয়ে আলোচনা

এরই মাঝে মহারাষ্ট্রের বিজেপি প্রধান তথা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে ২০১৯ সালের জোট নিয়ে আলোচনা করেছেন। রুদ্ধদ্বার বৈঠকে কী কথা হয়েছে তা সরাসরি কেউ জানাননি।

কথা দেয়নি শিবসেনা

কথা দেয়নি শিবসেনা

তবে শিবসেনা সূত্রে খবর, ২০১৯ সালে লোকসভায় জোট নিয়ে কথা দিতে পারেনি শিবসেনা। মহারাষ্ট্র সরকারের তাদের প্রতি কেমন মনোভাব থাকে তা দেখেই নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবেন বলে উদ্ধব ঠাকরে নাকি জানিয়ে দিয়েছেন।

আরএসএস মঞ্চে প্রণব

আরএসএস মঞ্চে প্রণব

গত বৃহস্পতিবার প্রণব মুখোপাধ্যায় নাগপুরের আরএসএসের সভায় যান। সেখান মোহন ভগবতের সঙ্গে কথা বলেন। সভায় বক্তৃতা দেন। যা নিয়ে কংগ্রেস কড়া প্রতিক্রিয়া জানায়। এই ঘটনার ফল খারাপ হতে পারে বলেও বাবা প্রণবকে বোঝানোর চেষ্টা করেন মেয়ে শর্মিষ্ঠা। যদিও প্রণব মুখোপাধ্যায় এই অনুষ্ঠানে যাওয়া নিয়ে কখনও আফশোস করেননি।

English summary
RSS planning to project Pranab Mukherjee as PM candidate for 2019 Lok Sabha Elections, claims Shiv Sena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X