
ধর্ম সংসদে দেওয়া বিবৃতি হিন্দুত্বের সঙ্গে মেলে না : মোহন ভাগবত
রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ধর্মসংসদ নিয়ে মত স্পষ্ট করলেন সংগঠনের প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, 'ধর্ম সংসদ নামে সাম্প্রতিক একটি ইভেন্টে বিবৃতি দেওয়ার ঘটনা প্রায়ই ঘটছে। কিন্তু তা কখনই হিন্দু নয়।' এই জাতীয় শব্দ বা কাজ যারা অনুসরণ করেন তাঁদের সঙ্গে একমত নন। একটি বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এমন কথা বলেছেন আরএসএস প্রধান।

ঘটনা হল একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল 'হিন্দুত্ব ও জাতীয় সংহতি' নিয়ে । সেমিনারে আমন্ত্রিত ছিলেন মোহন ভাগবত। সেখানেই তিনি বলেন, 'ধর্ম সংসদ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে সেগুলি কখনই হিন্দু শব্দ বা হিন্দু কাজ নয়।' তিনি ওই অনুষ্ঠানে আরও বলেন, 'হিন্দুদের মনে এজাতীয় কোনও ধারণা থাকতে পারে না। আরএসএস বা যারা হিন্দুদের অনুসরণ করে তারা এজাতীয় শব্দ বা কাজকেও বিশ্বাস করে না।' জানা গিয়েছে আরএসএস প্রধানের নিশানায় করেছিলেন ছত্তিশগড়ে অনুষ্ঠিত ধর্ম সংসদকে। কারণ সম্প্রতি অভিযোগ ওঠে হিন্দু ধর্মীয় নেতা কালীচরণ মহারাজ গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের প্রশাংসা করে। অবমাননাকর মন্তব্য করে গান্ধীজি সম্পর্কে।
এদিকে গত ডিসেম্বর মাসে একটি ধর্ম সংসদ অনুষ্ঠিত হয়েছিল হরিদ্বারে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য পেশ করেছিল। যা নিয়ে পরে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।
এই প্রসঙ্গে সংঘ প্রধান বীর সাভারকরের কথাও উল্লেখ করে তিনি বলেছেন, 'বীর সাভারকর বলেছিলেন, হিন্দু সম্প্রদায় যদি একত্রিত ও সংগঠিত হয় তাহলে তারা ভগবদ গীতা নিয়ে আলোনচা করবে। কিন্তু কাউকে হত্যা করা বা শেষ করে দেওয়ার কথা বলবে না।'
বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা বিজেপি শিবিরে! ত্রিপুরায় ২ বিধায়কের ইস্তফা
ভারত হিন্দু রাষ্ট্র তৈরি হওয়ার পথে যাচ্ছে কিনা সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মোহন ভাগবত বলেন, 'এটা হিন্দু রাষ্ট্র তৈরির কথা নয়। আপনি বিশ্বাস করুন আর নাই করুন ভারত একটি হিন্দু রাষ্ট্র। যেসব নীতি আমরা মেনে চলি সেগুলি ভারত হিন্দুত্ব বা জাতীয় সংহতি মেনে চলে। জাতীয় সংহতি নিয়ে কোনও অভিন্ন ধারনার প্রয়োজন নেই। সংঘ কোনও মানুষের মধ্যে বিভেদ তৈরি করে না। এটি শুধুমাত্র মতামত তৈরি করে।'