ফের একবার জনসংখ্যা নিয়ন্ত্রণে জোর! ভাগবত জানালেন কাশী,মথুরা নিয়ে অবস্থানের কথা
ফের একবার জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা স্মরণ করালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ছোট পরিবার হলেও উন্নয়নের সুবিধা পাওয়া যায়। এপ্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে দুই সন্তানের তত্ত্ব চালু করা উচিত। তিনি আরও বলেন সঙ্ঘ এতে বিশ্বাস করলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই।

জিজ্ঞাসা সাত্রতে ভাগবত
মোরাবাদাদে চার দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আরএসএস-এর তরফে। যার নাম দেওয়া হয়েছে জিজ্ঞাসা সাত্র। সেখানেই যোগ দিয়েছিলেন আরএসএস প্রধান। সেখানে শুধুই ছিলেন আরএসএস-এর স্বেচ্ছাসেবকরা।

দুই সন্তানের তত্ত্ব
আরএসএস-এর এক অনুষ্ঠানে ফের একবার জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা স্মরণ করালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ছোট পরিবার হলেও উন্নয়নের সুবিধা পাওয়া যায়। এপ্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে দুই সন্তানের তত্ত্ব চালু করা উচিত।

প্রধানমন্ত্রী বলেছিলেন জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বলতে শোনা গিয়েছিল। গতবছর ১৫ অগাস্ট লালকেল্লা থেকে ভাষণে সেই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। যেসব পরিবার ছোট, তাদের প্রশংসাও করেছিলেন মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন, জনসংখ্যা বিস্ফোরণ ভবিষ্যত প্রজন্মের ক্ষেত্রে বহু সমস্যার জন্ম দিতে পারে। প্রধানমন্ত্রীর উৎসাহেই নীতি আয়োদও বিষয়টি নিয়ে বৈঠক করেছে।

কাশী, মথুরা নিয়ে অবস্থান
আরএসএস প্রধান কাশী, মথুরা মন্দির প্রসঙ্গ সঙ্ঘের কর্মসূচিতে থাকার কথা অস্বীকার করেছেন। সূত্রের খবর অনুযায়ী, ভবিষ্যতের তা তাদের অ্যাজেন্ডায় থাকবে না বলে জানিয়েছেন ভাগবত।

সিএএ ইস্যুতে মোদী সরকারকে সমর্থন
স্বেচ্ছাসেবকদের প্রশ্নের উত্তরে ভাগবত জানিয়েছেন সিএএ ইস্যুতে তারা মোদী সরকারকে সমর্থন করছেন। সেই অবস্থান থেকে তারা পিছিয়ে যাবেন না বলেও জানিয়েছেন তিনি।