For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জাতীয়তাবাদকে হিটলারের নাৎসিবাদের মতো করে দেখা হচ্ছে ', মোহন ভাগবতের কণ্ঠে কোন সুর

  • |
Google Oneindia Bengali News

'জাতীয়তাবাদ' নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে গোটা দেশে। এমনই বক্তব্য রেখেছেন আরএসেস প্রধান মোহন ভাগবত। এক সভায় এই ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'জাতীয়তাবাদ' কে অন্য কোন নামে পরিচিতি দেওয়ার ডাক দিয়েছেন আরএএস-এর প্রধান মোহন ভাগবত।

জাতীয়তাবাদ নিয়ে মোহন ভাগবতের বক্তব্য

জাতীয়তাবাদ নিয়ে মোহন ভাগবতের বক্তব্য


ঝাড়খণ্ডের রাঁচিতে একটি সভায় মোহন ভাগবত বলেন, সাম্প্রতিককালে তিনি যখন ব্রিটেনে গিয়েছিলেন তখন তিনি জানতে পারেন যে জাতীয়তাবাদ বোঝাতে শুধু 'ন্যাশনালিজম' শব্দটিই ব্যবহৃত হয়না। আরও অন্যান্য শব্দও ব্যবহৃত হয়।

ন্যাৎসিবাদ ও ফ্যাসিবাদী ভাবনা নিয়ে আরএসএস প্রধানের বক্তব্য

ন্যাৎসিবাদ ও ফ্যাসিবাদী ভাবনা নিয়ে আরএসএস প্রধানের বক্তব্য

নাৎসিবাদী ও ফ্যাসিবাদী ভাবধারার সঙ্গে অনেক সময়ই তুলনা করা হচ্ছে জাতীয়তাবাদকে। যা খুব একচা ভালোভাবে নিতে পারছেন না আরএসএস প্রধান। তিনি বলেন, তাঁকে বলা হয়েছে, 'নেশন' শব্দটি ঠিকঠাক, 'ন্যাশনাল' এর ব্যাখ্যাও যুক্তি যুক্ত। 'ন্যাশনালিটি' কথাটির অর্থও ইতিবাচকভাবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু 'ন্যাশনালিজম' শব্দটির অপব্যখ্যা হচ্ছে। এই শব্দের সঙ্গে নাৎসিবাদ ও ফ্য়াসিবাদ কে সংযুক্ত করে 'মানে' তৈরি করা হচ্ছে।

আরএসএস প্রধান কী বলেছেন ?

আরএসএস প্রধান কী বলেছেন ?

এদিন মোহন ভাগবত বলেন, ভারতকে একযোগে মহাশক্তির আধরা বানাতে হবে। তবে অন্যান্য শক্তধর দেশগুলি যেভাবে দাপট দেখায় ,সেইপথে গিয়ে সুপার পাওয়ার না হওয়ার বার্তা দেন মোহন ভাগবত। শক্তিধর দেশ হয়ে অন্য দেশগুলিকে ভুলভাবে শোষণ করার নীতি থেকে ভারতকে দূরে থাকতে হবে , বলেও এদিন বার্তাদেন ভাগবত। আর এই প্রসঙ্গেই তিনি জাতীয়তাবাদের প্রসঙ্গ তোলেন।

'কাউকে দাস বানাবো না'

'কাউকে দাস বানাবো না'

রাঁচির অনুষ্ঠানে জাতীয়তাবাদ নিয়ে মোহন ভাগবত আরএসএস এর অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জাতীয়তাবাদ নিয়ে কট্টর ভাবনার বিরোধিতা করেন। তিনি বলেন, বিশ্বের জন্য ভারতকে উন্নতি করতে হবে। 'অনেক দেশই উগ্র ভাবনা চিন্তা নিয়ে এগিয়েছে। কিন্তু আমরা তা করব না', বলেন ভাগবত। তিনি আরও বলেন, 'কারোর দাসত্ব যেমন করব না, তেমনই কাউকে দাসও বানাব না।' উল্লেখ্য, সাম্প্রতিক পরিস্থিতিতে নাগরিকত্ব ইস্যুতে যেভাবে বিজেপি বিরোধী বিক্ষোভ দেশে বাড়ছে, তার প্রেক্ষিতে ভাগবতের এমন বার্তা বেশ প্রাসঙ্গিক।

English summary
RSS chief Mohan Bhagwat says,'Nationalism' is often equated with Hitler's Nazi ideology these days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X