For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণপ্রহার পাশ্চাত্যের! দেশকে বদনাম না করতে, বার্তা দিলেন আরএসএস প্রধান

গণপ্রহার হল পাশ্চাত্যের। এদিন এমনটাই বললেন আরএসএস প্রধান মোহন ভগবত। এদিন তিনি দশেরায় নাগপুরের রেশিমবাগের মাঠে স্বয়মসেবকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেখানেই উঠে আসে গণপ্রহারের কথা।

  • |
Google Oneindia Bengali News

গণপ্রহার হল পাশ্চাত্যের। এদিন এমনটাই বললেন আরএসএস প্রধান মোহন ভগবত। এদিন তিনি দশেরায় নাগপুরের রেশিমবাগের মাঠে স্বয়মসেবকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেখানেই উঠে আসে গণপ্রহারের কথা। তিনি বলেন, এটা এমন নয় যে একটা নির্দিষ্ট সম্প্রদায় মানুষকে টার্গেট করছে। এর বিপরীতটাও ঘটছে বলে মন্তব্য করেছেন তিনি। মোহন ভাগবত আরও বলেন, সমাজের উচিত দেশের সংবিধানের সীমার মধ্যে থেকে কাজ করা।

'আসল ঘটনা চাপা পড়ছে'

'আসল ঘটনা চাপা পড়ছে'

মোহন ভাগবত বলেন, তাঁরা শুনতে পারছেন, এক সম্প্রদায়ের মানুষ, অপর সম্প্রদায়ের মানুষকে মারধর করছেন। এটা এমন নয় যে একটি নির্দিষ্ট সম্প্রদায় মানুষকে টার্গেট করছে। এর বিপরীতটাও ঘটছে। এমন ঘটনা আছে, যেখানে একরকমের ঘটনা ঘটছে, কিন্তু আসল ঘটনাই চাপা পড়ে যাচ্ছে।

'গণপ্রহার ভারতের নীতিশাস্ত্রে নেই'

'গণপ্রহার ভারতের নীতিশাস্ত্রে নেই'

সামাজিক অস্থিরতার কিছু ঘটনাকে গণপ্রহার বলে চালিয়ে দেশের বদনাম করা হচ্ছে বলে মনে করছেন মোহন ভাগবত। এরপরেই তিনি বলেন গণপ্রহার পুরোপুরি বিদেশি। এটা পুরোপুরি পাশ্চাত্যের। এটা ভারতের নীতিশাস্ত্রের শব্দ নয় বলেও জানিয়েছেন তিনি। ভারতীয়দের ওপর এই ধরনের শব্দ চাপিয়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। দেশের মানুষের কাছে সম্প্রীতি থাকার আবেদন করেছেন তিনি।

বিশিষ্টদের বিরুদ্ধে এফআইআর

বিশিষ্টদের বিরুদ্ধে এফআইআর

আরএসএস প্রধানের মন্তব্য এমন একটা সময়ে এল, যখন দেশের ৪৯ জন বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যাঁরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন দেশে গণপ্রহারে মৃত্যুতে উদ্বেগ জানিয়ে। সেখানে বলা হয়েছিল দলিত, মুসলিম এবং অন্য সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। জুনে ঝাড়খণ্ডে তপরেজ আনসারি নামে এক যুবকে পিটিয়ে মারার পরেই জুলাই মাসে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি লিখেছিলেন বিশিষ্টরা।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫ সাল থেকে সারা দেশে গণপ্রহারের ১১১ টি ঘটনা ঘটেছে। যাতে ৪৪ জনের মৃত্যু হয়েছে। ২০১৯এ-এ গণপ্রহারের ঘটনা ঘটেছে নটি।

মোদী, অমিত শাহের প্রশংসা

মোদী, অমিত শাহের প্রশংসা

আরএসএস প্রধানের এদিনের ভাষণে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসাও। কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। তিনি আরও বলেন, স্বার্তান্বেষীরা চায় না ভারত শক্তিশালী এবং প্রাণবন্ত হয়ে উঠুক।

<strong>[বিজেপিতে বিশ্বাস রেখেছে দেশ! দশমীতে বার্তা দিয়ে আরও যা বললেন মোহন ভগবত]</strong>[বিজেপিতে বিশ্বাস রেখেছে দেশ! দশমীতে বার্তা দিয়ে আরও যা বললেন মোহন ভগবত]

[ আরএসএসের অস্ত্রপুজোয় মোদীর মন্ত্রিসভার মন্ত্রী][ আরএসএসের অস্ত্রপুজোয় মোদীর মন্ত্রিসভার মন্ত্রী]

English summary
RSS chief Mohan Bhagwat describes lynching as a "Western construct". RSS chief Mohan Bhagwat on Tuesday addressed swayamsevaks on the occasion of Dussehra at Nagpur's Reshimbagh ground.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X