For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুদের বদনাম করতে চলছে চক্রান্ত! উদাহরণ দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত

হিন্দুদের বদনাম করতে চক্রান্ত করা হচ্ছে। এদিন এমনটাই অভিযোগ করলেন আরএসএস-এর প্রধান মোহন ভগবত। এব্যাপারে তিনি গরু এবং গণ পিঠুনির কথা উল্লেখকরেন।

  • |
Google Oneindia Bengali News

হিন্দুদের বদনাম করতে চক্রান্ত করা হচ্ছে। এদিন এমনটাই অভিযোগ করলেন আরএসএস-এর প্রধান মোহন ভগবত। এব্যাপারে তিনি গরু এবং গণ পিঠুনির কথা উল্লেখ করেন। তিনি বলেন ধর্মকে কলুষিত করার চক্রান্ত চলছে। মথুরায় আরএসএস-এর একটি অনুষ্ঠানের এদিন ভাষণ দিচ্ছিলেন ভগবত।

হিন্দুদের বদনাম করতে চলছে চক্রান্ত! উদাহরণ দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত

সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৪৯ জনের স্বাক্ষর সম্বলিত চিঠি প্রধানমন্ত্রী মোদীকে পাঠানোর পর আরএসএস প্রধানের এই মন্তব্য যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ। সেই চিঠিতে বিদ্বজ্জনরা গণ পিটুনি বন্ধের দাবি তুলেছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছিলেন তাঁরা।

চিঠিতে বিদ্বজ্জনরা ২০০৯-এর ১ জানুয়ারি থেকে ২০১৮-র ২৯ অক্টোবরের মধ্যে ২৫৪ টি ধর্ম ভিত্তিক অপরাধের ঘৃণ্য ঘটনা তুলে ধরেছিলেন। চিঠিতে অভিযোগ করা হয়েছিল এই ধরনের ঘটনা বন্ধ করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এনসিপি নেতা মজিদ মেমন বলেছেন, কেউই হিন্দু ধর্মের সমালোচনা করেনি। কিন্তু কিছু দুষ্কৃতী, যারা কিনা ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তারা এইসব কাজ করছে। একইসঙ্গে তিনি এই ধরনের অবরাধ বন্ধে শাসকদল পর্যাপ্ত উদ্যোগ নিচ্ছে না বলেও সমালোচনা করেন। তাঁর অভিযোগ এই ধরনের ঘটনা দেশের সর্বত্র ঘটছে।

৪৯ জনের এই চিঠির পরেই সমাজের ৬২ জন বিশিষ্ট ব্যক্তি, যাঁদের মধ্যে রয়েছেন কঙ্গনা রানাওয়াত, প্রসূন যোশীর মতো ব্যক্তি, পাল্টা চিঠি দেন প্রধানমন্ত্রীকে। এই চিঠিতে আগের চিঠির স্বাক্ষরকারীদের কটাক্ষ করা হয়। ওই চিঠিতে দাবি করা হয়, মোদীর শাসনেই মানুষ সব থেকে বেশি স্বাধীনতা পেয়েছে।

English summary
RSS chief Mohan Bhagwat alleged plot is being made to defame Hindu Religion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X