For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি হিংসা নিয়ে এবার মুখ খুলল আরএসএস! কেন্দ্রের কাছে অশান্তি থামানোর আর্জি

Google Oneindia Bengali News

দিল্লিতে হিংসা রুখতে পর্যাপ্ত পদক্ষেপ নিক কেন্দ্র সরকার। এবার এমনই দাবি তুলল আরএসএস। এই বিষয়ে আরএসএস-এর সাধআরণ সম্পাদক সুরেশ যোশী বলেন, 'সরকারের উচিত অবিলম্বে দিল্লির অশান্ত এলাকাগুলিতে শান্তি ফিরিয়ে আনা। কেউ কোনও ভাবেই নিজেদের হাতে আইন তুলে নিতে পারে না।'

দিল্লিতে সিএএ সমর্থক ও বিরোধী পক্ষের সংঘর্ষ

দিল্লিতে সিএএ সমর্থক ও বিরোধী পক্ষের সংঘর্ষ

শনিবার শুরু হয় দিল্লিতে সিএএ সমর্থক ও বিরোধী পক্ষের সংঘর্ষ। এরপর বুধবার পরিস্থিতির এতটা অবনতি হয় যে রাজধানীতে সেনা নামানোর পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মূলত, দিল্লির মৌজপুর, বাবরপুর, কবিরনগর, পশ্চিম জ্যোতি নগর, গোকুলপুরীর গলিতে এই হিংসার ছবি নজরে পড়েছে বারবার। দিল্লির হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ। এই নিয়ে প্রকাশ্যে দিল্লি পুলিশকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।

উস্কানিমূলক বক্তব্য রাখা সত্ত্বেও বিজেপি নেতার বিরুদ্ধে কোনও এফআইআর নেই

উস্কানিমূলক বক্তব্য রাখা সত্ত্বেও বিজেপি নেতার বিরুদ্ধে কোনও এফআইআর নেই

দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখেও পড়ে দিল্লি পুলিশ। হাইকোর্টের প্রশ্ন, উস্কানিমূলক বক্তব্য রাখা সত্ত্বেও কেন তিনজন বিজেপি নেতার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করেনি দিল্লি পুলিশ। হাইকোর্ট বলে, 'এই নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে যত দেরি হবে তত পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাবে। এই নেতাদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের না হলে তা ভুল বার্তা ছড়াচ্ছে।'

৩৫ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে

৩৫ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে

গত চার দিনের হিংসায় এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। বেশ কিছু ব্যবস্থা নেওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না দিল্লিতে। এই গোষ্ঠী সংঘর্ষের মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক অপরাধ শাখার (ইডাব্লু) তরফ থেকে প্রায় ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেওয়া হয় শুট অ্যাট সাইটের নির্দেশ। বিশেষ পুলিশ কমিশনার পদে নিয়োগ করা হয় এসএন শ্রীবাস্তবকে।

মৃতদের তালিকায় রয়েছে ৮৫-র বৃদ্ধা থেকে আইবি অফিসার

মৃতদের তালিকায় রয়েছে ৮৫-র বৃদ্ধা থেকে আইবি অফিসার

এদিকে অশান্ত এলাকায় খবর সংগ্রহে গিয়ে বিক্ষোভকারীদের রোষের সামনে পড়েছেন সাংবাদিকরাও। জানা যায় মঙ্গলবার এক সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। জখম অবস্থায় পরে সেই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লির হিংসায় যেমন মারা গিয়েছেন এক পুলিশ কনস্টেবল ও আইবি অফিসার, তেমনই মৃতদের মধ্যে রয়েছেন সদ্য বিবাহিত এক ব্যক্তি, একজন ডিজে, এক ব্যবসায়ী, একজন বাবা যে তাঁর সন্তানদের জন্য টফি কিনতে বেরিয়েছিলেন, একজন ৮৫ বছরের বৃদ্ধা।

English summary
RSS asks central government to ensure peace in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X