For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ ধারা রদ মোদী সরকারের সাহসী সিদ্ধান্ত, স্বাগত জানাল আরএসএস-বিশ্ব হিন্দু পরিষদ

সংবিধানের ৩৭০ ধারা রদ করার জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস।

Google Oneindia Bengali News

সংবিধানের ৩৭০ ধারা রদ করার জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস। সোমবার মোদী সরকার তা বাতিল করে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার পর আরএসএস জানায় জম্মু ও কাশ্মীর সহ পুরো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশ্ব হিন্দু পরিষদও মোদী সরকারের সিদ্ধান্তে খুশি।

৩৭০ ধারা রদ মোদী সরকারের সাহসী সিদ্ধান্ত, স্বাগত জানাল আরএসএস-বিশ্ব হিন্দু পরিষদ

আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা জানিয়েছে, এটা কেন্দ্রের একটি সাহসী সিদ্ধান্ত। জম্মু ও কাশ্মীর সহ পুরো দেশের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে ও সমর্থন করতে প্রত্যেকের কাছে আহ্বান জানান তারা।

[আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপ নিয়ে কী বললেন কাশ্মীরের যুবরাজ করণ সিং?][আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপ নিয়ে কী বললেন কাশ্মীরের যুবরাজ করণ সিং?]

আরএসএস প্রধান মোহন ভাগবত টুইট করে জানান, ৩৭০ ধারা বিলোপের সমর্থনে প্রত্যেককেই নিজের স্বার্থ এবং রাজনৈতিক বিভেদ থেকে ঊর্ধ্বে উঠে আসতে হবে। এটা দেশের পক্ষে খুবই দরকারি ছিল। আরএসএস মনে করে, পুরানো বিরোধ নিষ্পত্তির জন্য ভারতীয় সংবিধানের জনক ড. বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের অংশ হিসাবে ৩৭০ ধারা বাতিল করা জরুরি ছিল।

এরপরই টুইটারে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত জানান, সরকারের সাহসী পদক্ষেপে অবশ্যই প্রশংসাযোগ্য। এটা যে হতে পারে, চা আমরা কখনই ভাবিনি। আমরা সংবিধানের জনকের স্বপ্ন পূরণ করেছি এই সিদ্ধান্ত নিয়ে। বিশ্ব হিন্দু পরিষদও এ ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করেন সরকারের প্রতি।

[আরও পড়ুন: 'কাশ্মীর চিরকাল লাদাখকে সৎ মায়ের মতো দেখেছে', দাবি ভূমিপুত্রের][আরও পড়ুন: 'কাশ্মীর চিরকাল লাদাখকে সৎ মায়ের মতো দেখেছে', দাবি ভূমিপুত্রের]

English summary
RSS and VHP welcome Narendra Modi government’s decision about 370 articles. They appeals everyone to support 370 articles cancelation to build one India,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X