For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোরানের সঙ্গে থাকছে কম্পিউটারও! উত্তর প্রদেশের পর বিজেপি শাসিত অপর রাজ্যে নতুন মাদ্রাসা আরএসএস-এর

উত্তরাখণ্ডে মাদ্রাসা খুলতে যাচ্ছে আরএসএস। ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষাকে গুরুত্ব। গুরুত্ব দেওয়া হবে কম্পিউটার শিক্ষাকেও।

Google Oneindia Bengali News

উত্তরাখণ্ডে মাদ্রাসা খুলতে যাচ্ছে আরএসএস। ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষাকে গুরুত্ব। গুরুত্ব দেওয়া হবে কম্পিউটার শিক্ষাকেও। উত্তরাখণ্ডের মধ্যে
দেরাদুনে প্রথম শাখাটি খুলতে চলেছে আরএসএস-এর শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ।

কোরানের সঙ্গে থাকছে কম্পিউটারও! উত্তর প্রদেশের পর বিজেপি শাসিত অপর রাজ্যে নতুন মাদ্রাসা আরএসএস-এর

এবছরের জানুয়ারি থেকে সারা দেশে ইতিমধ্যেই পাঁচটি মাদ্রাসা খুলেছে আরএসএস-এর শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। পশ্চিম উত্তরপ্রদেশের তিন জেলায়
এই মাদ্রাসাগুলি খোলা হয়েছে। যার মধ্যে মোরাদাবাদ, বুলন্দশহর এবং হাপুরে রয়েছে একটি করে। এবং দুটি রয়েছে মুজফফরনগরে।

মাদ্রাসা তৈরির জন্য দেরাদুনে জমি কেনা হয়ে গিয়েছে। সামনের ছয় মাসের মধ্যে দেরাদুনের নতুন মাদ্রাসা কাজ শুরু করবে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ
থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে সামান্য ফি নেবে বলে জানা গিয়েছে। শুরুর দিকে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ানো হবে।
পরবর্তী সময়ে সফলতার ওপর নির্ভর করে তা আরও বাড়ানো হবে।

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অন্যতম কর্তা তুষারকান্ত হিন্দুস্তানি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের মাদ্রাসার ছাত্ররা কাজি, কারি, ইমাম, মৌলনা কিংবা মুফতিই
হবে না, ইঞ্জিনিয়ার, চিকিৎসক কিংবা বিজ্ঞানীও হবে। তাদের মাদ্রাসায় ছাত্রদের মানবতাবাদ এবং জাতীয়তাবাদেরও শিক্ষা দেবে। তিনি বলেন, ছাত্রদের মধ্যে
থেকে কেউ এপিজে আব্দুল কালাম, আসফাকুল্লা খান হবে। কিন্তু আজমল কাসভ হবে না। তিনি বলেছেন, যে কোনও ধর্মের শিশুরাই এই মাদ্রাসায় ভর্তি হতে পারবে।

English summary
RSS affiliated Muslim Rastriya Manch all set to open madrassa in Uttarakhand with focuson religious education as well as school education including computer studies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X