For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে কংগ্রেসের জোটে আরএসপি, ইউপিএকে সমর্থনের প্রতিশ্রুতি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস ও আরএসপি
তিরুবনন্তপুরম, ১০ মার্চ: পশ্চিমবঙ্গে ওরা বামফ্রন্টের শরিক। 'বুর্জোয়া' কংগ্রেসকে গালাগালি দেয়। অথচ কেরলে ঠিক উল্টো ছবি ধরা পড়ল। বাম জোট ভেঙে 'বুর্জোয়া' কংগ্রেসের সঙ্গে ভিড়ে গেল আরএসপি বা রেভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি। এমনকী, লোকসভা ভোটে জিতে কংগ্রেস ক্ষমতায় এলে তারা সমর্থনেরও প্রতিশ্রুতি দিয়েছে।

এখানে দু'টি রাজনীতিক জোট রয়েছে। ইউডিএফ এবং এলডিএফ। কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ জোট এখন কেরলে ক্ষমতায় রয়েছে। আর সিপিএমের নেতৃত্বে এলডিএফ বিরোধী আসনে। এতদিন এলডিএফ জোটে ছিল আরএসপি। হঠাৎ এসে যোগ দিল ইউডিএফে। এর জেরে রাজ্যের অন্যান্য বাম দলের নেতারা হতভম্ব হয়ে পড়েছেন।

মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী বলেছেন, আরএসপি-র শুভবুদ্ধির উদয় হয়েছে। ইউডিএফ জোটে তাঁরা স্বাগত। গতকাল রাতে এই অন্তর্ভুক্তিকরণের বিষয়টি ঘটলেও এখনও বিবৃতি দেয়নি কেউই। ওমেন চণ্ডীর আশ্বাস, বুধবার যৌথ সাংবাদিক বৈঠক ডেকে তাঁরা এই ঘোষণা করবেন।

সূত্রের খবর, লোকসভা ভোটে কোল্লম আসন থেকে দাঁড়াচ্ছেন আরএসপি প্রার্থী এন কে প্রেমচন্দ্রন। তাঁকে সমর্থন করবে কংগ্রেস। তাই ওই আসনে কংগ্রেস প্রার্থী দিচ্ছে না। কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি ভি এম সুধীরণ জানান, আরএসপি নেতা ভি পি রামকৃষ্ণ পিল্লাই, এ এ আজিজ প্রমুখ বলেছেন, ইউপিএ ফের কেন্দ্রে ক্ষমতায় এলে আরএসপি সমর্থন দেবে। দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশেই রাজ্য আরএসপি হঠাৎ কংগ্রেসের জোটে শামিল হয়েছে।

এক্ষেত্রে প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গে আরএসপি রয়েছে বাম জোটে। যদি ইউপিএ ক্ষমতায় আসে, তা হলে পশ্চিমবঙ্গের নেতারা সমর্থন দেওয়ার ব্যাপারে সহমত হবেন? নাকি বিরোধিতা করবেন? দলীয় লাইন কী হবে? সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও বাম জোটে কি ফাটল ধরবে?

English summary
RSP in Kerala joins hands with Congress, assures support for UPA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X