For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ কোটি ব্যয়ে পুনরুদ্ধার করা হবে ন্যাশনাল আর্ট গ্যালারি

Google Oneindia Bengali News

জয়ললিতা
চেন্নাই, ১৯ অক্টোবর : পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়নের মাধ্যমে এগমোরের ন্যাশানাল আর্ট গ্যালারির পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। ন্যাশনাল আর্ট গ্যালারি-কে নতুন রূপ দিতে ১১ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। এ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই বিশেষজ্ঞ কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতেই মোট অর্থ বরাদ্দ করা হয়েছে। ঐতিহ্যবাহী এই ভবনকে রক্ষা করার কথা রিপোর্টে বলা হয়েছে।
১৯০৬ সালে এগমোরের এই ঐতিহ্যবাহী ভবনটি তৈরি করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশের সত্যভেদুর লাল পাথর দিয়ে ব্রিটিশ প্রচলিত ইন্দো-সার্সেনিক আর্কিটেকচর অবলম্বন করে এই ভবনটি তৈরি করা হয়েছে। এই ভবনে রাজস্থান,তাঞ্জেভুর, কাঙ্গরা, ডেকান প্রদেশের অঙ্কন শিল্পের নিদর্শন রয়েছে। এখানে চন্দনকাঠের নানা ভাস্কর্য রাখা রয়েছে।

ভবনের কিছু অংশ দীর্ঘদিন মেরামতি না হওয়ায় দুর্বল হয়ে পড়েছে। সেই কারণেই ২০০২ সাল থেকে এই ন্যাশানাল আর্ট গ্যালারি বন্ধ করে দেওয়া হয়। পুনরুদ্ধারের পর নানা প্রদেশের শিল্প সমৃদ্ধ এই ভবনে মানুষে আবার ভিড় জমাবেন বলেই আশা তামিলনাড়ু সরকারের।

English summary
Rs 11 cr to restore National Art Gallery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X