For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজির সম্মানে বেরোবে স্মারক মুদ্রা! সিদ্ধান্ত মোদী সরকারের

পোর্টব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা প্রথমবার তেরঙ্গা উত্তোলনের ৭৫ বছর পূর্তির দিনটিকে বিশেষভাবে স্মরণ করবে কেন্দ্র। এরজন্য ৭৫ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করা হবে।

  • |
Google Oneindia Bengali News

পোর্টব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা প্রথমবার তেরঙ্গা উত্তোলনের ৭৫ বছর পূর্তির দিনটিকে বিশেষভাবে স্মরণ করবে কেন্দ্র। এরজন্য ৭৫ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করা হবে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এসম্পর্কে নির্দেশিকাও জারি করেছে অর্থমন্ত্রক।

নেতাজির সম্মানে বেরোবে স্মারক মুদ্রা! সিদ্ধান্ত মোদী সরকারের

শুধুমাত্র সরকারি মিন্টেই ৭৫ টাকার সেই বিশেষ মুদ্রা তৈরি করা হবে। পোর্ট ব্লেয়ারে তিরঙ্গা উত্তোলনের ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন। জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়।

৩৫ গ্রামের কয়েনে ৫০ শতাংশ রূপো, ৪০ শতাংশ তামা এবং ৫ শতাংশ করে নিকেল ও জিঙ্ক থাকবে। কয়েনে নেতাজির জাতীয় পতাকাকে স্যালুট করার ছবি থাকবে। থাকবে সেলুলার জেলের ছবিও।
ইংরেজি হরফে ৭৫ তম এবং শব্দে অ্যানিভার্সারি কথাটি লেখা থাকবে। এছাড়াও ইংরেজি ও দেবনগরী হরফে 'প্রথম পতাকা উত্তোলন দিবস' কথাগুলি লেখা থাকবে।

১৯৪৩-এর ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলে তেরঙ্গা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

এবছরের ২১ অক্টোবর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের সময় নেতাজির তৈরি আজাদহিন্দ সরকারের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ স্মারক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Rs 75 commemorative coin to mark 75th anniversary of Tricolour hoisting by Bose in Port Blair
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X