For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌লখনউয়ের রাস্তায় পাঁচশো টাকার নোট, স্থানীয়রা করোনা আতঙ্কে খবর দিল পুলিশকে

‌লখনউয়ের রাস্তায় পাঁচশো টাকার নোট, স্থানীয়রা করোনা আতঙ্কে খবর দিল পুলিশকে

Google Oneindia Bengali News

মহামারির এই সময়ে লখনউয়ের পেপার মিল কলোনিতে দু’‌টি পাঁচশো টাকার নোট পড়ে থাকতে দেখে তা নিয়ে শান্তি ভঙ্গ হল এলাকায়।

রাস্তায় পাঁচশো টাকার নোট

রাস্তায় পাঁচশো টাকার নোট

বৃহস্পতিবার রাতে ওই দুটি নোট কলোনির রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এবং পুলিশ হেল্পলাইন নম্বরের মাধ্যমে পুলিশকে ডাকেন ও পুলিশ নোটদুটি বাজেয়াপ্ত করে নিয়ে যায়। স্থানীয় মানুষজন জানিয়েছেন যে করোনা ভাইরাস সংক্রমণের জন্যই এই নোটদুটি রাস্তার ওপর ফেলে রাখা হয়েছিল। বাজেয়াপ্ত করা নোটদু'‌টি পুলিশ আলাদা করে রেখেছে ও এই পরিস্থিতিতে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছে যে ২৪ ঘণ্টার জন্য নোটদু'‌টিকে আলাদা করে রেখে দেওয়া হোক।

আলোচনা গভীর রাত পর্যন্ত

আলোচনা গভীর রাত পর্যন্ত

এরই মধ্যে পেপার মিল কলোনির বাসিন্দারা লকডাউনের মধ্যেই এ নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করেন। বাসিন্দারা সামাজিক দুরত্ব বজায় রেখেই জানিয়েছেন যে মারণ রোগ সংক্রমণের জন্যই ওই দু'‌টি পাঁচশো টাকার নোট রাস্তায় ফেলে রাখা হয়েছিল। এরপর পুলিশ তাঁদের বাড়ির ভেতর যাওয়ার নির্দেশ দেন।

হোয়াটস অ্যাপে ভাইরাল ভিডিও

হোয়াটস অ্যাপে ভাইরাল ভিডিও

সাধারণত ৫০০ টাকার নোট রাস্তায় খুব বেশিক্ষণ পড়ে থাকতে দেখা যায় না। রাস্তায় তা পড়ে থাকতে দেখলেই পথচারিরা তা কোনও বাক্য ব্যয় না করেই উঠিয়ে নিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতের এই আতঙ্ক ছড়ানোর মূলে দায়ি এক হোয়াটস অ্যাপ ভিডিও যা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গ্রুপে। ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক বাড়ির কলিংবেল শুনে দরজা খুলে দেখে বাইরের ডোরমেটের ওপর ৫০০ টাকা রাখা। সে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে তার মাকে জানায়। যা শোনার পর মায়ের আক্কেল গুড়ুম হয়ে যায়। এরপর ছেলেটি সুরক্ষা গিয়ার পরে স্যানিটাইজারের বোতল নিয়ে দরজাটা সাবধানে খোলে এবং নোটের ওপর স্যানিটাইজার ছড়ায় এবং মাটি থেকে তা তুলে নেয়। এই ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছিল যে নোটের মাধ্যমেও করোনা সংক্রমণ হতে পারে। যদিও এই ভিডিওর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ৫০০ টাকার নোট দু'‌টিও পুলিশের কাছে রয়েছে।

মাত্র ৬ শতাংশ করোনা সংক্রমণ চিহ্নিত, কোটি কোটি মানুষের পরীক্ষা অধরা, বলছে রিপোর্টমাত্র ৬ শতাংশ করোনা সংক্রমণ চিহ্নিত, কোটি কোটি মানুষের পরীক্ষা অধরা, বলছে রিপোর্ট

English summary
According to a police official, the panic, on Thursday night, was created by a WhatsApp video that has been doing the rounds.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X