For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি, ১০ দিনের মধ্যে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি, ১০ দিনের মধ্যে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

  • |
Google Oneindia Bengali News

করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে বেশ কিছুটা কমলেও মৃত্যু মিছিল এখনও জারি রয়েছে। এদিকে করোনা মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে কয়েকদিন আগেই প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। এবার এই বিষয়ে কেন্দ্র ঠিক কী ভাবছে সেই বিষয়ে ফের জানতে চাওয়া হল শীর্ষ আদালতের তরফে। যা নিয়ো জোরদার আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

 কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ নিম্নমুখী, মৃত্যুমিছিল চলছে! একনজরে পরিসংখ্যান কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ নিম্নমুখী, মৃত্যুমিছিল চলছে! একনজরে পরিসংখ্যান

৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি

৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি

প্রসঙ্গক উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানানো হয় বলে জানা যায়। সেই আবেদনের প্রেক্ষিতে বর্তমানে সর্বোচ্চ আদালতে শুনানি চলছে বলে খবর।সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহ-র বেঞ্চে এই মামলার শুনানি হয় বলে জানা যায়।

জনস্বার্থ মামলার ভিত্তিতেই শুনানি

জনস্বার্থ মামলার ভিত্তিতেই শুনানি

ক্ষতিপূরণের দাবি তুলে সুপ্রিম কোর্টে এই মামলা করেন আইনজীবী গৌরব কুমার বনসল ও রীপক কানসাল। তাঁদের জনস্বার্থ মামলার ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারের কাছে নোটিস পাঠায় শীর্ষ আদালত। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫-এর ধারা ১২ উপরেও বারবার জোর দেন তাঁরা। তাঁদের দাবি বিপর্যয়ের ফলে মৃত কোনও ব্যক্তিকে ন্যূনতম সাহায্য করা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মৌলিক কাজ।

কত বরাদ্দ করতে হতে পারে সরকারকে ?

কত বরাদ্দ করতে হতে পারে সরকারকে ?

ওই জনস্বার্থ মামলার শুনানিতেই এই বিষয়ে কেন্দ্রকে ১০ দিনের মধ্যে তাদের পর্যবেক্ষণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। এদিকে মহামারি আইনের ১২ (তিন) ধারায় আরও বলা রয়েছে, মহামারীর ফলে কোনও ব্যক্তি মারা গেলে তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এদিকে এখনও পর্যন্ত গোটা দেশে যে পরিমাণ মানুষ করোনায় মারা গিয়েছেন তাদের সকলের পরিবারতে ক্ষতিপূরণ দিতে গেলে প্রায় ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করতে বলে মনে করা হচ্ছে।

 কোভিডে মৃতের ডেথ সার্টিফিকেট নিয়ে দ্বন্দ্ব

কোভিডে মৃতের ডেথ সার্টিফিকেট নিয়ে দ্বন্দ্ব

তবে কোভিডে মৃত্যু ও অন্য কারণে মৃত্যুর বিষয়টি যাতে গুলিয়ে না যায় তাই শুধুমাত্র কোভিডে মৃতের ডেথ সার্টিফিকেট লেখার কিছু নির্দিষ্ট নীতি বা গাইডলাইন থাকা উচিত বলেও মত সুপ্রিম কোর্ট। করোনায় মৃত্যু ও কোমর্বিডিটিতে মৃত এই নিয়ে শুরু থেকেই একাধিক রাজ্যে বাড়ছিল চাপৌনতর। এই বিষয়টি যাতে সমস্যা হয় না দাঁড়ায় সুপ্রিম কোর্টের তরফে সেই বিষয়েও সতর্ক করা হয়।

English summary
rs 4 lakh compensation to families of corona victims supreme court seeks reply within 10 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X