For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩০ হাজার কোটি টাকা খরচে লোকসভা ভোটের মোচ্ছব!

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

লোকসভা
নয়াদিল্লি, ১৬ মার্চ: ষোড়শ লোকসভা ভোট উপলক্ষে খরচ হচ্ছে ৩০ হাজার কোটি টাকা! কেন্দ্র ও রাজ্য সরকার, বিভিন্ন রাজনীতিক দল এবং প্রার্থীদের খরচ মিলিয়ে অঙ্কটা এত বিপুল দাঁড়াচ্ছে। ভারতের নির্বাচনী ইতিহাসে আগে কখনও এত টাকা খরচ হয়নি।

পিটিআই জানাচ্ছে, ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে খরচ হয়েছিল ৪২ হাজার কোটি টাকা। সেই হিসাব বাদ দিলে সাম্প্রতিক অতীতে ভোট ঘিরে কোনও দেশে আর এত খরচ হয়নি। দেশের নির্বাচন কমিশনই শুধু খরচ করবে ৩৫০০ কোটি টাকা। ইভিএমের বন্দোবস্ত, ভোটকর্মীদের মজুরি, ভোটের মনোনয়নপত্র ছাপানো ইত্যাদি বাবদ এই খরচ হবে। রেল, স্বরাষ্ট্র মন্ত্রক, সব রাজ্য সরকার খরচ করবে আরও ৩৫০০ কোটি টাকা।

বাকি ২৩ হাজার কোটি টাকা খরচ করছে বিভিন্ন রাজনীতিক দল, প্রার্থীরা। ভোটে বিজ্ঞাপন বাবদ বিজেপি একাই খরচ করছে ৪০০ কোটি টাকা। এবারের ভোটে নির্বাচন কমিশন প্রার্থী পিছু খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে করেছে ৭০ লক্ষ টাকা। ফলে খরচের পাটিগণিতটা স্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে।

রাজনীতিক দলের নেতারা বলছেন, খরচ বাড়াটা স্বাভাবিক। দেওয়াল লিখনের জন্য রঙের দাম, পোস্টারের জন্য কাগজ-কালির দাম সবই বেড়েছে গত পাঁচ বছরে। বিভিন্ন জায়গায় জনসভা থাকলে গাড়ির ব্যবস্থা করা, স্বেচ্ছাসেবকদের খাবারের আয়োজন ইত্যাদি বিপুল খরচের ব্যাপার। স্পষ্ট করে না বললেও ইঙ্গিতে তাঁরা বুঝিয়েছেন, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতিরা এই টাকা জোগাচ্ছেন।

সেন্টার ফর মিডিয়া স্টাডিজের চেয়ারম্যান এন ভাস্কর রাও বলেন, "এতদিন ভোটের সময় দলগুলো ঢেলে খরচ করত। এবার দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দলের থেকে প্রার্থীরা নিজেরা খরচ করছেন বেশি। কোথা থেকে আসছে এই টাকা? এই টাকা দিচ্ছে কর্পোরেট কোম্পানিগুলো, ঠিকাদার, ব্যবসায়ীরা।" তিনি জানান, ১৯৯৬ সালের লোকসভা ভোটে খরচ হয়েছিল ২৫০০ কোটি টাকা। ২০০৪ সালের ভোটে খরচ হয়েছিল ১০ হাজার কোটি টাকা।

English summary
Rs 30K crore to be spent on Lok Sabha polls this time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X