For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের মুখে বিপুল পরিমাণ অর্থের সন্ধান! তুঘলক রোডে নেতার খোঁজে আয়কর বিভাগ

নির্বাচনের সময়ে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেল আয়কর বিভাগ। এটিকে একটি র‍্যাকেট বলেও বর্ণনা করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ২৮১ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনের সময়ে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেল আয়কর বিভাগ। এটিকে একটি র‍্যাকেট বলেও বর্ণনা করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ২৮১ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে। যা পাওয়া গিয়েছে সমাজের বিভিন্ন অংশ থেকে। যার মধ্যে রয়েছে ব্যবসা, রাজনীতি এবং জনসেবার সঙ্গে যুক্ত মানুষদের থেকে।

নির্বাচনের মুখে বিপুল পরিমাণ অর্থের সন্ধান! তুঘলক রোডে নেতার খোঁজে আয়কর বিভাগ

বিপুল পরিমাণ অর্থের একটি অংশ, প্রায় ২০ কোটি টাকা দিল্লিতে একটি রাজনৈতিক দলের অফিসে পাঠানো হচ্ছিল। যা হাওয়ালার মাধ্যমে নয়াদিল্লির তুঘলক রোডের এক সিনিয়র নেতার বাড়ি থেকে রাজনৈতিকদলের সদর দফতরে পাঠানো হচ্ছিল। জানানো হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস-এর পক্ষ থেকে। যদিও রাজনৈতিক দল এবং তাদের সিনিয়র নেতা সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

[আরও পড়ুন: ক্যামেরার সামনে আসার আগে মোদীর প্রস্তুতি কী ভাবে, জানালেন বিরোধী নেতা][আরও পড়ুন: ক্যামেরার সামনে আসার আগে মোদীর প্রস্তুতি কী ভাবে, জানালেন বিরোধী নেতা]

সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে নির্দিষ্ট কয়েকজনের বাড়ি-অফিসে তল্লাশি চালানো হয়। সেখানকার ক্যাশবুক থেকে ২৩০ কোটির সন্ধান পাওয়া যায়। ভুয়ো বিলের মাধ্যমে ২৪২ কোটি টাকা সরানোরও প্রমাণ পেয়েছেন আয়কর আধিকারিকরা।

[আরও পড়ুন:একই দিনে দার্জিলিং-এ মমতা-অমিত! দুই সভা সামলাতে পরিকাঠামো নিয়ে প্রশ্ন][আরও পড়ুন:একই দিনে দার্জিলিং-এ মমতা-অমিত! দুই সভা সামলাতে পরিকাঠামো নিয়ে প্রশ্ন]

আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, তারা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের কাছের লোকদের বাড়ি এবং অন্য জায়গায় তল্লাশি চালিয়ে ১৪.৬ কোটি টাকা উদ্ধার করেছে। আয়কর বিভাগ রবিবার ভোরের আলো ফোটার আগে কমলনাথের সঙ্গে সম্পর্ক যুক্ত ৫২ টি জায়গায় তল্লাশি চালায়।

সিবিটিডির তরফে জানানো হয়েছে, টাকা বন্টনের তথ্য ডায়েরি, কম্পিউটার ফাইল এবং এক্সেল সিট-এ পাওয়া গিয়েছে।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য জানতে ক্লিক করুন এখানে]

English summary
Rs 281-crore slush funds racket busted in MP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X