For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রীর দাঁতের রুট-ক্যানাল! করদাতাদের টাকায় মেটানো বিল জানলে ভিমরি খাবেন

অর্থমন্ত্রীর দাঁতের চিকিৎসা। সিঙ্গাপুরে হওয়া চিকিৎসায় খরচ পড়েছে ২.৯ লক্ষ টাকা। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই মন্ত্রীর পকেট থেকে খরচ ওই টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে

  • |
Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রীর দাঁতের চিকিৎসা। সিঙ্গাপুরে হওয়া দাঁতের চিকিৎসায় খরচ পড়েছে ২.৯ লক্ষ টাকা। অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই মন্ত্রীর পকেট থেকে খরচ ওই টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে।

মন্ত্রীর দাঁতের রুট-ক্যানাল! করদাতাদের টাকায় মেটানো বিল জানলে ভিমরি খাবেন

অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী ইনামালা রামাকৃষ্ণুডু নিজে কোটিপতি। দাঁতের রুটক্যানাল চিকিৎসার জন্য গিয়েছিলেন সিঙ্গাপুর। সেখানকার আজুর ডেন্টাল ক্লিনিকে ১২ এপ্রিল চিকিৎসা হয়। খরচ পড়ে ২.৯ লক্ষ টাকা।

জুলাইয়ে অর্থমন্ত্রী প্রাইভেট সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে চিঠি লিখে বিলটি বিবেচনা করতে বলেন। সেখান থেকে ডক্টর এনটিআর বৈদ্যসেবা ট্রাস্টকে তা পরীক্ষা করে দেখতে বলা হয়। পরীক্ষা করে দেখার পর বিলটিকে ছাড়া হয়। এরপর মন্ত্রীর নামে চেকও ইস্যু করা হয়।

দাঁতের রুটক্যানাল চিকিৎসার জন্য অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রীর সিঙ্গাপুর যাওয়া প্রসঙ্গে দেশের দন্ত বিশেষজ্ঞরা বলছেন, দাঁতের চিকিৎসায় দেশেই ভাল হাসপাতাল কিংবা চিকিৎসা পাওয়া যায়। মন্ত্রীর যে চিকিৎসা হয়েছে, সেই রুটক্যানাল চিকিৎসা এবং ক্যাপিং-এর কাজও দেশে ভালভাবেই হয়ে থাকে বলে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। একইসঙ্গে একাধিক চিকিৎসক জানিয়েছে, যদি ক্রাউন আমদানিও করা হয়, তাহলেও, এই চিকিৎসায় দেশে ২০ হাজার টাকার বেশি খরচ পড়ে না। এক্ষেত্রে সিঙ্গাপুরের খরচ অনেকটাই বেশি।

সূত্রের খবর অনুযায়ী, ১২ এপ্রিল সরকারি কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের অপর মন্ত্রী পি নারায়নার সঙ্গে অর্থমন্ত্রী ইনামালা রামাকৃষ্ণুডু সিঙ্গাপুর গিয়েছিলেন।

অন্ধ্রপ্রদেশের এনআরআই প্রশান্ত কাঙ্কামেডালা সিঙ্গাপুরের অ্যাজুর ক্লিনিকের ডিরেক্টর বলে জানা গিয়েছে।

English summary
Rs 2.9 lakh paid by the Andhra Pradesh Govt for the root canal treatment for their Finance Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X