For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনও সমবায় ব্যাঙ্কেই পড়ে বিপুল পরিমাণ বাতিল নোট, কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক

১৪৭ কোটি টাকা মূল্যের বাতিল নোট এখনও পড়়ে বিভিন্ন কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে, ৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি সুপ্রিমকোর্টে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বাতিল হওয়া ১০০০ টাকার নোট নিয়ে সম্প্রতি রিপোর্ট পেশ করেছে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া। এখনও বাকি রয়েছে বাতিল ৫০০ টাকার নোটের হিসেব। তবে ১০০০ টাকার নোটের হিসেবও সম্পূর্ণ নয়। কারণ এখনও বেশ কয়েকটি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে পড়ে রয়েছে প্রায় ১৪৭ কোটি টাকা মূল্যের বাতিল নোট।

এখনও সমবায় ব্যাঙ্কেই পড়ে বিপুল পরিমাণ বাতিল নোট, কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক

মোট ১১টি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের কাছে এই পরিমাণ টাকা রয়েছে বলে সূত্রের খবর। তবে আরবিআই এই বাতিল নোটগুলি ফিরিয়ে নিতে অস্বীকার করেছে, কারণ এই নোট জমা দেওয়ার শেষদিন ২০শে জুলাই ধার্য করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এই বাতিল নোট যাতে আরবিআই জমা নিয়ে নেয় তার জন্য ইতিমধ্যেই সুপ্রিমকোর্টে মামলা করেছে এই সমবায় ব্যাঙ্কগুলি। ৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি রয়েছে সুপ্রিমকোর্টে ।

গত বছর ৮ই নভেম্বর নোট বাতিলের পর ১০ নভেম্বর থেকে বাতিল নোট জমা নিতে শুরু করে ব্যাঙ্কগুলি। কিন্তু চার দিনের মাথায় রিজার্ভ ব্যাঙ্ক থেকে নির্দেশিকা জারি করে সমবায় ব্যাঙ্কগুলিকে বলা হয় নতুন করে কোনও বাতিল নোট জমা না নিতে। কিন্তু এই চারদিনেই দেশজুড়ে সমবায় ব্যাঙ্কগুলিতে প্রায় সাড়ে বাইশ হাজার কোটি টাকা মূল্যের পুরনো নোট জমা পড়ে গিয়েছে। এরমধ্যে কিছু টাকা আরবিআইতে জমা দেওয়া গেলেও কিন্তু তারপরেও ৭ হাজার কোটি টাকা নিতে অস্বীকার করে আরবিআই। এরপর সুপ্রিমকোর্টে মামলা করা হলে কেওয়াইসি জমা দিয়ে সেই টাকা গ্রহণ করার নির্দেশ দেয় আরবিআই। কিন্তু ৮ নভেম্বর ব্যাঙ্কে যত টাকা ছিল তা নেওয়া হবে না বলে জানিয়ে দেয় আরবিআই।

৮ই নভেম্বরের হিসেব মতই সমবায় ব্যাঙ্কগুলিতে ১৪৭ কোটি টাকা ছিল। সেই টাকাই এখনও পড়ে রয়েছে ব্যাঙ্কেই। আপাতত ৪ সেপ্টম্বর সুপ্রিমকোর্ট কী রায় দেয় সেদিকেই তাকিয়ে সমবায় ব্যাঙ্কগুলি।

[আরও পড়ুন: ১৩ লক্ষ ৩৩ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আয়করের স্ক্যানারে, কী হতে পারে, জেনে নিন]

English summary
Demonetized notes worth Rs 147 crores still lying at various Central Cooperative Banks, case to be heared at Supreme Court on 4th September.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X