For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শশীকলার পরিবারে হানা দিয়ে ১৪০০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার, দাবি আয়করের

শশীকলা নটরাজন ও তার পরিবারের ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৪০০ কোটি টাকার সম্পদ উদ্ধার হয়েছে বলে দাবি করেছে আয়কর দফতর।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুতে জয়া টিভির দফতর দিয়ে শুরু করে শশীকলা নটরাজন ও তার পরিবারের ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১৪০০ কোটি টাকার সম্পদ উদ্ধার হয়েছে বলে দাবি করেছে আয়কর দফতর।

শশীকলার পরিবারে হানা দিয়ে ১৪০০ কোটি উদ্ধার, দাবি আয়করের

আয়কর কর্তারা শশীকলার স্বামী নটরাজনের বাড়িতে, জয়া টিভই দফতরে, ভাইপো বিবেক জয়রামের বাড়িতে, এআইএডিএমকে-র বহিঃষ্কৃত নেতা টিটিভি দিনাকরণের বাড়িতে গত সপ্তাহে তল্লাশি চালায়।

চেন্নাইয়ের এক আয়কর আধিকারিক জানিয়েছেন, তল্লাশিতে ৭ কোটি টাকা নগদ ও পাঁচ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত হয়েছে। ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া প্রচুর সম্পত্তির নথি উদ্ধার হয়েছে। যাতে দেখা যাচ্ছে সবমিলিয়ে ১৪৩০ কোটি টাকার সম্পত্তির উল্লেখ রয়েছে। তল্লাশিতে যোগ দেওয়া দিল্লির আর এক কর্তা জানিয়েছেন, সবমিলিয়ে মোট ১৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

এই তল্লাশির পরে জয়া টিভির সিইও বিবেক জয়রামকে সমন পাঠিয়েছে আয়কর। তামিলনাড়ুতে যত জায়গায় তল্লাশি চালানো হয়েছে তার সবকটি জায়গা শশীকলা ও তার পরিবারের সঙ্গে কোনও না কোনও ভাবে সম্পর্কিত।

English summary
Rs 1400 crore unearthed during raids on Sasikala clan, Jaya TV, says Income Tax department
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X