For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি হিংসায় মৃতদের ১০ লাখ টাকা সাহায্য, আহতদের নিখরচায় চিকিৎসা, ঘোষণা কেজরিওয়ালের

দিল্লি হিংসায় মৃতদের ১০ লাখ টাকা সাহায্য, আহতদের নিখরচায় চিকিৎসা, ঘোষণা কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

দিল্লিতে হিংসায় মৃতদের পরিবারপিছু ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই সঙ্গে আহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করানোর কথা ঘোষণা করেছেন তিনি। এবং যাঁদের ঘর বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে তাঁদের ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

দিল্লি হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য

দিল্লি হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য

গত চারদিনে দিল্লিতে হিংসায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আহতদের চিকিৎসার খরচ সরকার গবহন করবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাড়ির যাঁদের ভেঙে গিয়েছে বা পুড়ে গিয়েছে তাঁদের ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

৩৪ জনের মৃত্যু দিল্লির হিংসা

৩৪ জনের মৃত্যু দিল্লির হিংসা

দিল্লিতে হিংসায় এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৫০০ জন। উস্কানি মূলক মন্তব্যের জন্য অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি পুলিসকে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল উত্তর -পূর্ব দিল্লির হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে সেখানকার বাসিন্দাদের আস্বস্ত করেন।

বোর্ড পরীক্ষা পিছল দিল্লিতে

বোর্ড পরীক্ষা পিছল দিল্লিতে

দিল্লির হিংসা বিধ্বস্ত এলাকায় দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এলাকায় এখনও উত্তেজনা থাকায় পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা নিরাপদে পৌঁছতে পারবে না এমন আশঙ্কা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পরীক্ষা ২৮ এবং ২৯ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কবে পরীক্ষা নেওয়া হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ডের তরফে নোটিস জারি করা হয়েছে।

English summary
Rs. 10 lakh compensassion for Delhi clash death familys, says Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X