For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পথে বেরিয়ে এই কাণ্ড করলে আর রক্ষে নেই, খসবে দশ হাজার টাকা, কড়া আইন আনছে কেন্দ্র

ট্রাফিক আইন কড়া করতে সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। মোটর ভেহিকলস অ্যাক্ট সংশোধনীতে বলা হয়েছে পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই আইন কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

ট্রাফিক আইন কড়া করতে সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। মোটর ভেহিকলস অ্যাক্ট সংশোধনীতে বলা হয়েছে পথচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই আইন আরও কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিষেবা মূলক গাড়ি, বিশেষ করে অ্যাম্বুলেন্সের পথ আটকালে মোটা টাকা জরিমানা দিতে হবে।

জরিমানা দশ হাজার

জরিমানা দশ হাজার

১০,০০০ টাকা পর্যন্ত সেই জরিমানা নির্ধারণ করা হয়েছে। শুধু জরিমানা করা নয়, যে গাড়ির চালক অ্যাম্বুলেন্সের পথ আটকাবেন তাঁর ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হবে।

কড়া হচ্ছে কেন্দ্র

কড়া হচ্ছে কেন্দ্র

সোমবার সংসদে পেশ করা এই সংশোধনী বিলে শুধু অ্যাম্বুলেন্সের পথ রুদ্ধ করার কড়া আইন করা হয়নি। ট্রাফিক আইন লঙ্ঘনেও মোটা টাকা জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানার পরিমান ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ট্রাফিক আইনও কড়া

ট্রাফিক আইনও কড়া

ট্রাফিক পুলিসের নিষেধাজ্ঞা অমান্য করলে সেই জরিমানা বেড়ে ২০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে বিলে উল্লেখ করা হয়েছে। কোনও কারনে বাড়িতে লাইসেন্সের কাগজপত্র ভুলে ফেলে এলেও আরও বড় শাস্তি অপেক্ষা করবে আপনার জন্য।

বড় অঙ্কের জরিমানা

বড় অঙ্কের জরিমানা

ড্রাইভিং লাইসেন্সের ছাড়া গাড়ি চালানোর অপরাধে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আবার গাড়ির ইন্সিওরেন্সের কাগজ সঙ্গে না রাখলে জরিমানা করা হবে ২০০০ টাকা পর্যন্ত।

দুচাকাতেও বিপদ

দুচাকাতেও বিপদ

দু'চাকার গাড়ির ক্ষেত্রেও জরিমানার পরিমান বাড়ানো হয়েেছ। হেলমেট না পড়লে ১০০০ টাকা জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। বেশি জোরে গাড়ি চালালে ১০০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এমনকী গাড়ি চালানোর সময় সিটবেল্ট না বাঁধলে ১০০০ টাকা পর্যন্ত ফাইন দিতে হবে চালককে।

অপ্রাপ্তবয়স্কদের সাজা অভিভাবককে

অপ্রাপ্তবয়স্কদের সাজা অভিভাবককে

রাস্তায় অপ্রাপ্ত বয়স্কদের গাড়ি চালানোর প্রবণতা বাড়ছে। এতে বেপরোয়া গতির বলি হচ্ছে অনেক কিশোরই। সেই ধরনের দুর্ঘটনা রুখতে নতুন কড়া আইন করা হচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক কেউ গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে তার অভিভাবককে ২৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। একই সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল করা হবে। আর মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০,০০০ টাকা জরিমানা করা হবে। এরকম একাধিক কড়া আইন সংশোধনীতে উল্লেখ করা হয়েছে।

English summary
Rs 10,000 fine will be imposed if one fails to give way to emergency vehicles
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X