For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজারে ফিরছে নতুন ১ হাজারের নোট, জোরকদমে চলছে ছাপার কাজ

ফের ভারতীয় বাজারে ফিরতে চলেছে ১ হাজার টাকার নোট। গত জানুয়ারিতেই তা বাজারে আসার কথা ছিল। তবে ৫০০ টাকার নোট বাজারে সার্কুলেশনের প্রয়োজন বেশি হওয়ায় তা এখনও বাজারে ছাড়া হয়নি।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : ফের ভারতীয় বাজারে ফিরতে চলেছে ১ হাজার টাকার নোট। গত জানুয়ারিতেই তা বাজারে আসার কথা ছিল। তবে ৫০০ টাকার নোট বাজারে সার্কুলেশনের প্রয়োজন বেশি হওয়ায় তা এখনও বাজারে ছাড়া হয়নি।[২ লক্ষ টাকার বেশি নগদে সোনা কিনলে দিতে হবে কর]

তবে জানা গিয়েছে নতুন ১ হাজার টাকার নোট বাজারে আনার সমস্ত প্রস্তুতি তুঙ্গে। এবং আরবিআই আধিকারিকেরা মনে করছেন, আর এক মাসের মধ্যে ১ হাজার টাকার নোট বাজারে ছাড়া যাবে।[নোটবাতিল ইস্যু :আজ থেকে টাকা তোলার উর্দ্ধসীমা প্রতি সপ্তাহে ৫০ হাজার]

বাজারে ফিরছে নতুন ১ হাজারের নোট, জোরকদমে চলছে ছাপার কাজ

২ হাজার টাকার নোট বাজারে আসার ফলে খুচরোর সমস্যায় আমজনতাকে বেশ বেশ বেগ পেতে হয়েছে। নতুন ১ হাজারের নোট বাজারে এলে সেই সমস্যার অনেকটা সুরাহা হবে বলে মত আরবিআই কর্তাদের। কারণ এই মুহূর্তে ৫০০ ও ২ হাজারের নোট বাজারে রয়েছে। এই দুটি অঙ্কের মধ্যে ফারাক অনেকটাই। তাই ১ হাজারের নোট বাজারে এলে নগদের সমস্যা মিটবে।[পাক মদতে ভারত-বাংলাদেশ সীমান্তে জাল নোটের রমরমা: খালি চোখে চেনা দায় ২ হাজারের জাল নোট]

গত নভেম্বরের ৮ তারিখ ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিলের ঘোষণার পরে সারা দেশের মোট নগদের ৮৬ শতাংশ অর্থাৎ ১৫.৪৪ লক্ষ কোটি টাকা বাজারে অচল হয়ে পড়ে। এখনও পর্যন্ত আরবিআই ৯.৯২ লক্ষ কোটি টাকা ফের নতুন নোটে বাজারে ফিরিয়ে দিয়েছে।[#Demonetisation : কম অঙ্কের টাকা জমা দেওয়া ব্যক্তিদের নাম আয়করের কোপে!]

এর পাশাপাশি আরবিআই এখনও বাতিল কত পরিমাণ নোট ব্যাঙ্কে জমা পড়েছে তার হিসাব দেয়নি। খুব শীঘ্রই সেই হিসাব প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গভর্নর উর্জিত প্যাটেল। যে ভারতীয়রা বিদেশে গিয়েছেন তাদের নোট বদলের জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। আর প্রবাসী ভারতীয়দের ৩০ জুন পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে।

English summary
The Reserve Bank is all set to launch the new Rs 1,000 note. The launch of the new series Rs 1,000 note scheduled for January 2017 was delayed due to a pressing need to put in circulation the Rs 500 notes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X