For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হাত'-এ ভোট দিলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নয়, রাজ্যের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক, ভাইরাল ভিডিও

হাতে ভোট দিলে সরকারি কোনও প্রকল্পে সুবিধা মিলবে না। মধ্যপ্রদেশের শিবপুরি জেলার কোলারায় বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন সে রাজ্যের বিজেপি নেত্রী যশোধরা রাজে সিন্ধিয়া।

  • |
Google Oneindia Bengali News

হাতে ভোট দিলে সরকারি কোনও প্রকল্পে সুবিধা মিলবে না। মধ্যপ্রদেশের শিবপুরি জেলার কোলারায় বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন সে রাজ্যের বিজেপি নেত্রী যশোধরা রাজে সিন্ধিয়া। কংগ্রেস বিধায়ক রাম সিং যাদবের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল।

'হাত'-এ ভোট দিলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নয়, রাজ্যের মন্ত্রীর মন্তব্যে বিতর্ক, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মন্ত্রিসভার ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া বলেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করেছে বিজেপি। কিন্তু ভোটাররা পদ্মর থেকে যদি হাত চিহ্নকেই বেছে নেয়, তাহলে তাঁরা প্রকল্পের সুবিধা পাবেন না। মন্ত্রীর এই ভিডিও ক্লিপটি ভাইরাল রয়েছে।

কংগ্রেস ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে শিবরাজ সিং চৌহান এবং তাঁর মন্ত্রীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছে। বিজেপির বিরুদ্ধে ভোটের আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে কংগ্রেস।

যদি বিজেপির দাবি, বিজেপিকে ভয় পেয়েই কংগ্রেস মন্ত্রীর বক্তব্যের কিছু শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়েছে। ভারতীয় জনতা যুব মোর্চার সহ-সভাপতি এবং বিজেপি মুখপত্র রাহুল কোঠারি সাফাই দিয়েছেন মন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়াকে নিয়ে। কংগ্রেস সংকীর্ণ দৃষ্টিভঙ্গী নিয়ে মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেছেন এই বিজেপি নেতা।

মধ্যপ্রদেশের শিবপুরির কোলারসে মন্ত্রী সিন্ধিয়া বলেন, ভোট যদি বিজেপির পক্ষে না যায়, তাহলে এলাকা পিছিয়েই থাকবে। কেননা প্রকল্পটি বিজেপির। ফলে হাত চিহ্নে ভোট দিলে কোনও সুবিধা পাওয়া যাবে না।

কেন্দ্রীয় সরকারের প্রকল্প উজ্জ্বলা যোজনায় বিপিএল পরিবারগুলিকে এলপিজি সংযোগ দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

ভোট দেওয়ার আগে ভোটারদের চিন্তা করতে বলেছেন মন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া।

কোলারস আসনটি জয়ের জন্য মাটি কামড়ে পড়ে রয়েছেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিজেপি তাই যশোধরা রাজে সিন্ধিয়াকে সেখানকার প্রচারের মুখ হিসেবে বেছে নিয়েছে। সম্পর্কে যশোধরা রাজে সিন্ধিয়ার ভাইপো হন জ্যোতিরাদিত্য। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যদিও বলেছেন, এটা পরিবারের লড়াই নয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মুঙ্গাওলি এবং কোলারসে লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে নয়, লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মধ্যে। আগামি নভেম্বর এই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যেই বিজেপির তরফে স্লোগান তোলা হয়েছে, আব কি বার ২০০ পার। অর্থাৎ এবার বিজেপি আসন সংখ্যায় ২০০ পার করে যাবে। অন্যদিকে, কংগ্রেসের তরফে স্লোগান আব কি বার সিন্ধিয়া সরকার অর্থাৎ এবার সিন্ধিয়ার নেতৃত্বে সরকার।

২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশে বিজেপির আসন সংখ্যা ১৬৫ এবং কংগ্রেসের ৫৮ জন বিধায়ক রয়েছে।

English summary
Row over Madhya Pradesh Minister Yashodhara raje Schindia's by election message to voters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X