For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) মহম্মদ সেলিমের 'হিন্দু শাসক' মন্তব্যে উত্তাল সংসদ, ক্ষমা চাইতে হবে দাবি রাজনাথ সিংয়ের!

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ নভেম্বর : লোকসভা অধিবেশনে "বর্ধিষ্ণ অসহিষ্ণুতা" নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের উপর তোলা সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিমের বিতর্কিত 'হিন্দু শাসক' আরোপে উত্তাল হল সংসদ। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার অধিবেশন মুলতুবি হল।

সংসদে ঠিক কি হল তা একঝলকে দেখে নেওয়া যাক :

মহম্মদ সেলিমের মন্তব্য

মহম্মদ সেলিমের মন্তব্য

"বর্ধিষ্ণ অসহিষ্ণুতা" নিয়ে আলোচনায় প্রথম বক্তব্য রাখতে ওঠেন সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম। তিনি বলেন, গত বছর নরেন্দ্র মোদী এবং বিজেপির জয়ের পরে রাজনাথ সিং বলেছিলেন, ৮০০ বছর পরে ভারত প্রথম হিন্দু শাসক পেল। একটি কাগজ বা পত্রিকা থেকে পড়ে তিনি বলেন।

রাজনাথ সিংয়ের জবাব

রাজনাথ সিংয়ের জবাব

রাজনাথ সিং বলেন, "সেলিম আমার বহুদিনের বন্ধু। আজ যতটা আঘাত পেয়েছি এত আঘাত আমি আমার সংসদীয় জীবনে পাইনি।" তিনি এও বলেন, "আমি কখন একথা বলেছি? আমি একথা বলেছি তা সেলিমকে প্রমাণ করতে হবে নয়তো ক্ষমা চাইতে হবে।"

লালের পাশে সবুজ

লালের পাশে সবুজ

উল্লেখযোগ্যভাবে মহম্মদ সেলিমের পাশে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য, "সেলিমকে কেন? রাজনাথ সিংয়ের উচিত ওই পত্রিকাকে নোটিশ পাঠানো যারা তাঁকে ভুল উদ্ধৃত করেছেন।"

অশোক সিংহলের মন্তব্য

অশোক সিংহলের মন্তব্য

যখন এই বিষয় নিয়ে উত্তাল সংসদ, তখন টুইটারে একের পর এক টুইট আসতে থাকে এবং যেখানে বলা হয় রাজনাথ সিংয়ের নামে ভুল অভিযোগ তোলা হয়েছে, এই মন্তব্যটি বিশ্ব হিন্দু পরিষদ নেতা অশোক সিংহলের।

রাজীব প্রতাপ রুডি

রাজীব প্রতাপ রুডি

রাজনাথ সিং প্রসঙ্গে মহম্মদ সেলিম যে অভিযোগ তুলেছেন তা তুলে নেওয়ার দাবি জানালেন বিজেপি নেতা রাজীবপ্রতাপ রুডি।

স্বরাষ্ট্রমন্ত্রীর অধিকার

স্বরাষ্ট্রমন্ত্রীর অধিকার

রাজনাথ সিং বলেন, মহম্মদ সেলিম সেলিন যে মন্তব্য আমার উপর আরোপিত করছেন, তা কোনও স্বরাষ্ট্রমন্ত্রী করলে এই পদে থাকার কোনও অধিকারই নেই তার।

English summary
Row In Parliament Over 'Hindu Ruler' Remark Attributed to Home Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X