For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস আমলের উচ্চ জিডিপি-র হার কমিয়ে দেখাচ্ছে মোদী সরকার, শুরু বিতর্ক

কংগ্রেস আমলের উচ্চ জিডিপির হার বিজেপি আমলে কমিয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস আমলের উচ্চ জিডিপির হার বিজেপি আমলে কমিয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রের তরফে নতুন যে পরিসংখ্যান পেশ করা হয়েছে তাতে ইউপিএ আমলের জিডিপি-র হার কমিয়ে দেওয়া হয়েছে। নীতি আয়োগের যে রিপোর্ট পেশ হয়েছে তাতে তার উল্লেখ রয়েছে। যা নিয়ে কংগ্রেস তীব্র কটাক্ষ করেছে।

চিদাম্বরমের কটাক্ষ

চিদাম্বরমের কটাক্ষ

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এই নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন। নীতি আয়োগ তুলে দেওয়ার দাবি করেছেন। এমন পরিসংখ্যানকে বাজে রসিকতা বলেও কটাক্ষ করেছেন।

বদলে গেল হিসাব

বদলে গেল হিসাব

নীতি আয়োগের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে ইউপিএ আমলে ২০১০-১১ অর্থবর্ষে বৃদ্ধির হার ছিল ৮.৫ শতাংশ। আদতে যা আগে ছিল ১০.৩। ২০০৫-০৬ সালের হিসাব ছিল ৯.৩ শতাংশ। যা এখন কমিয়ে ৭.৯ শতাংশ হিসাবে দেখানো হয়েছে। আর ২০০৬-০৭ সালের হিসাবে যা আগে ছিল ৯.৩ শতাংশ তা কমিয়ে ৮.১ শতাংশ করে দেখানো হয়েছে।

[আরও পড়ুন: দিল্লির রাজপথে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ লক্ষাধিক কৃষকের][আরও পড়ুন: দিল্লির রাজপথে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ লক্ষাধিক কৃষকের]

বিজেপির আক্রমণ

বিজেপির আক্রমণ

কংগ্রেস যেখানে এই ঘটনায় মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছে, তেমনই বিজেপি শিবির পাল্টা আক্রমণ শানিয়েছে। ইউপিএ আমলের আসল উন্নয়নের হিসাব ঝুলি থেকে বেরিয়ে পড়েছে বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।

[আরও পড়ুন: নোট বাতিল 'বড় বিপর্যয়', কেন্দ্রকে বিড়ম্বনায় ফেললেন খোদ মোদী সরকারকে প্রাক্তন আমলা][আরও পড়ুন: নোট বাতিল 'বড় বিপর্যয়', কেন্দ্রকে বিড়ম্বনায় ফেললেন খোদ মোদী সরকারকে প্রাক্তন আমলা]

কংগ্রেস-বিজেপি তরজা

কংগ্রেস-বিজেপি তরজা

২০১৯ লোকসভা ভোটের প্রচারে ইউপিএ আমলের অর্থনৈতিক সাফল্য ও এনডিএ আমলের সাফল্যের পারস্পরিক যুদ্ধ হবে। সেই পরিসংখ্যান যুদ্ধে কোন দল নিজেদের এগিয়ে থাকা প্রমাণ করতে পারে, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: পাকিস্তানে গিয়ে হাফিজ সঈদের সঙ্গী খলিস্তানি জঙ্গির সঙ্গে ছবি তুলে ফের বিতর্কে সিধু ][আরও পড়ুন: পাকিস্তানে গিয়ে হাফিজ সঈদের সঙ্গী খলিস্তানি জঙ্গির সঙ্গে ছবি তুলে ফের বিতর্কে সিধু ]

English summary
Row erupts as new GDP data slashes growth rate in UPA era
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X