For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনায় মোড়া ‘প্রজ্ঞান’ই মূল অস্ত্র ল্যান্ডার বিক্রমের, চাঁদে নেমেই শুরু করবে ছুটতে

চন্দ্রযান ২ থেকে ল্যান্ডার বিক্রম আলাদা হয়ে গিয়েছে গত ২ সেপ্টেম্বর। এখন চাঁদের সবথেকে রহস্যময় স্থান দক্ষিণ মেরুতে নামার জন্য সে ধীরে ধীরে কক্ষপথ দিয়ে এগিয়ে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

চন্দ্রযান ২ থেকে ল্যান্ডার বিক্রম আলাদা হয়ে গিয়েছে গত ২ সেপ্টেম্বর। এখন চাঁদের সবথেকে রহস্যময় স্থান দক্ষিণ মেরুতে নামার জন্য সে ধীরে ধীরে কক্ষপথ দিয়ে এগিয়ে চলেছে। চাঁদে পা রাখার পরই ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে আসবে আসল যন্ত্রটি। সেটি হল 'রোভার', যার নাম রাখা হয়েছে 'প্রজ্ঞান'। মহাকাশ বিজ্ঞানীদের মতে এই রোভারই হল আসল।

সোনায় মোড়া ‘প্রজ্ঞান’ই মূল অস্ত্র ল্যান্ডার বিক্রমের

২২ জুলাই হরিকোটার সতীশ মিশ্র মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ২ চাঁদের পাড়ি দেওয়ার পর পর এক এক করে অনেক নাম, অনেক যন্ত্রের ছবি সামনে এসেছে। বাহুবলী জিএসএলভি মার্ক ৩, লুনার অরবিটার, ল্যান্ডার বিক্রম- কত কিছু। এবার এল রোভার। ল্যান্ডারের ভিতরে সুরক্ষিত রয়েছে সে। যত্ন করে লুকানো আছে এই যন্ত্রটি।

ল্যান্ডা বিক্রম ল্যান্ড করার পরই ওই রোভার বেরিয়ে আসবে। এবং ছুটতে শুরু করবে চাঁদের পিঠে। এই রোভারই ঘুরে ঘুরে কাজ করবে যাবতীয়। এই রোভারেরই নাম রাখা হয়েছে প্রজ্ঞান। তা আবার সোনা দিয়ে মোড়া। সোনায় মোড়া প্রজ্ঞানই হল মূল হাতিয়ার ইসরোর।

এই প্রজ্ঞানের ওজন মাত্র ২৭ কেজি। ছোট্ট গাড়ির মতো দেখতে। ছটি চাকা রয়েছে প্রজ্ঞানের। মাথার উপরে রয়েছে সোলার প্যানেল। ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে আসার সময়েই সোলার প্যানেল খুলে যাবে। তারপর তা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবে। এই সোলার বিদ্যুতেই চাঁদের মাটিতে ছুটবে রোভার।

English summary
Rover named ‘Pragnan’ is really functioned on the lunar surface. This rover will come out from Lander Vikram after landing on the moon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X