For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্ক প্রতারণা! সিবিআই আদালতে বিশেষ ব্যবস্থার আবেদন হেফাজতে থাকা রোটোম্যাক মালিকের

তাঁর বয়স ৭০। ২১ টি রোগে আক্রান্ত তিনি। সেইজন্য বাড়িতে রান্না করা খাবার তাঁকে খাওয়ার অনুমতি দেওয়া হোক। সিবিআই আদালতের বিচারকের কাছে এমনটাই আবেদন জানালেন রোটোম্যাক মালিক বিক্রম কোঠারি।

  • |
Google Oneindia Bengali News

তাঁর বয়স ৭০। ২১ টি রোগে আক্রান্ত তিনি। সেইজন্য বাড়িতে রান্না করা খাবার তাঁকে খাওয়ার অনুমতি দেওয়া হোক। সিবিআই আদালতের বিচারকের কাছে এমনটাই আবেদন জানালেন রোটোম্যাক মালিক বিক্রম কোঠারি।

ব্যাঙ্ক প্রতারণা! সিবিআই আদালতে বিশেষ ব্যবস্থার আবেদন হেফাজতে থাকা রোটোম্যাক মালিকের

শনিবারেই ১১ দিনের সিবিআই হেফাজত হয়েছে ব্যাঙ্ক ঋণ প্রতারণায় অভিযুক্ত রোটোম্যাক মালিকের। ব্যাঙ্ক অফ বরোদা-সহ ছটি আর্থিক প্রতিষ্ঠান রোটোম্যাক মালিকের বিরুদ্ধে ৩৬৯৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ অভিযোগ এনেছে। এর মধ্যে ঋণ নিয়ে অভিযোগ ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৭৫৪.৭৭ কোটি টাকা, ব্যাঙ্ক অফ বরোদার ৪৫৬.৬৩ কোটি টাকা, ওভারসিজ ব্যাঙ্কের ৭৭১.০৭ কোটি টাকা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪৫৮.৯৫ কোটি টাকা, এলাহাবাদ ব্যাঙ্কের ৩৩০.৬৮ কোটি টাকা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ৪৯.৮২ কোটি টাকা এবং ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের ৯৭.৪৭ কোটি টাকা।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, আবেদনকারী রোটোম্যাক মালিক কুড়ি বছরের বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগছেন। যার থেকে রোগ ছড়িয়েছে কিডনি এবং চোখেও। কোঠারির করা আবেদনে বলা হয়েছে, রক্তচাপজনিত সমস্যা, সার্ভাইকাল ডিজিজ, স্পাইনাল ইঞ্জুরি, হাঁটুর সমস্যা, নার্ভের সমস্যা, রক্তালপতা-সহ আরও বেশি কিছু রোগের কথা উল্লেখ করা হয়েছে।

আবেদনপত্রের সঙ্গে নিজের দাবির সমর্থনে মুম্বই, দিল্লি, উত্তর প্রদেশের বিভিন্ন হাসপাতালের মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সিবিআই আদালত কোঠারির আবেদন গ্রহণ করেছে।

ব্যাঙ্ক প্রতারণা! সিবিআই আদালতে বিশেষ ব্যবস্থার আবেদন হেফাজতে থাকা রোটোম্যাক মালিকের

কোঠারির আইনজীবীরা অভিযোগ করেছেন, তাঁকে অবৈধভাবে চারদিন আলাদা করে রাখা হয়েছিল। যার ফলে তাদের মক্কেলের শরীর আরও খারাপ হয়েছে। সেইজন্য তাদের মক্কেলের শারীরিক পর্যবেক্ষণ জরুরি বলেও জানানো হয়েছে।

সিবিআই বিক্রম কোঠারি ছাড়াও, তাঁর স্ত্রী সাধনা এবং ছেলে রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

English summary
Rotomac owner Vikram Kothari says he is suffering from 21 diseases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X