For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গাদের ঠাঁই দেওয়া হবে না, কড়া অবস্থান কেন্দ্রের

রোহিঙ্গা মুসলিমরা এদেশে বেআইনিভাবে রয়েছে, তাদের শীঘ্রই ফেরত পাঠানোর ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

রোহিঙ্গা মুসলিমরা এদেশে বেআইনিভাবে রয়েছে, তাদের শীঘ্রই ফেরত পাঠানোর ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মায়ানমার সফরের মধ্যে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু। ভারতে ঢুকে পড়া রোহিঙ্গা মুসলিম উদ্ধাস্তুদের চিহ্নিত করার কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোহিঙ্গ্যদের ঠাঁই দেওয়া হবে না, কড়া অবস্থান কেন্দ্রের

মঙ্গলবারই কিরণ রিজিজু জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের চিহ্নিত করতে ইতিমধ্যেই একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এবিষয়ে কেন্দ্রীয় সরকার বেশি কঠোর মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছে কয়েকটি সংগঠন। এদিন তাদেরও জবাব দিয়েছেন রিজিজু। আন্তর্জাতিক এই সংগঠনগুলি অহেতুক কেন্দ্রকে দুষছে বলে মন্তব্য করেছেন তিনি। রিজিজু বলেন, কেন্দ্রীয় সরকার ওই উদ্ধাস্তুদের তুলে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলছে না, শুধু তাদের নিজের জায়গায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রোহিঙ্গা মুসলিমরা এদেশে বেআইনিভাবে ঢুকেছে এবং তাদের এখানে বসবাস করার কোনও অধিকার নেই।

রোহিঙ্গ্যদের ঠাঁই দেওয়া হবে না, কড়া অবস্থান কেন্দ্রের

ইতিমধ্যেই কেন্দ্রীয় এই সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে রোহিঙ্গা মুসলিমরা। অপরদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ব্যাট ধরেছে রোহিঙ্গাদের হয়েই। প্রধানমন্ত্রীর কাছে তাদের আর্জি, রোহিঙ্গা ফেরত পাঠানোর হুমকি না দিয়ে তাদের নিরাপত্তা দিক কেন্দ্র। অবশ্য এবিষয়েও জবাব দিতে ছাড়েননি রিজিজু। তিনি বলেন, ভারত সবথেকে বেশি উদ্ধাস্তুকে আশ্রয় দিয়েছে, ফলে শরণার্থীদের কী করা হবে তা শেখার প্রয়োজন ভারতের নেই।

English summary
Rohingyas are being identified for departure, says Kiren Rijiju, a task force has been formed to identify Rohingyas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X