For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিঙ্গারা উদ্বাস্তু নয়, অবৈধ অনুপ্রবেশকারী, স্পষ্ট করলেন রাজনাথ সিং

রাজনাথ বলেছেন, রোহিঙ্গাদের ফেরত না পাঠানোর কোনও যুক্তি নেই। কারণ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমার রাজি রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে রোহিঙ্গা মুসলমানরা। অবৈধভাবে এদেশে থাকার চেষ্টা করছে। জাতীয় মানবাধিকার কমিশনের এক আলোচনাসভায় হাজির হয়ে এভাবেই কেন্দ্রের মনোভাব ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, রোহিঙ্গারা উদ্বাস্তু নয়, তারা আশ্রয়ও নেয়নি। অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে।

রোহিঙ্গারা উদ্বাস্তু নয়, অবৈধ অনুপ্রবেশকারী, মত রাজনাথের

দিন দুয়েক আগেই কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল, রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ দেশের অভ্যন্তরীণ সুরক্ষায় বড় প্রশ্নচিহ্ন তৈরি করতে পারে। সেই সুরেই রাজনাথ বলেছেন, রোহিঙ্গাদের ফেরত না পাঠানোর কোনও যুক্তি নেই। কারণ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমার রাজি রয়েছে।

ভারতে কেউ কেউ রোহিঙ্গাদের ফেরত দেওয়ার বিষয়ে আপত্তি করছেন দাবি করে রাজনাথ বলেন, যখন মায়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি তখন এখানে কেউ কেন আপত্তি করছেন তার কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।

মায়ানমারের স্টেট কাউন্সিলর আন সান সু চি জানিয়েছেন, রাখাইন প্রদেশের বিতারিত রোহিঙ্গাদের যাচাই করে দেশে ফিরিয়ে নেওয়ার প্রয়াস চালানো হবে। রোহিঙ্গা বিতারণ নিয়ে বেশ কিছুদিন বিতর্ক চলার পরে অবশেষে সু চি মুখ খুলেছেন।

রাজনাথ সিং জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের ১৯৫১ সালের উদ্বাস্তু কনভেনশন মেনেই ভারত রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ করবে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারত সরকার কী পদক্ষেপ করেছে তা জানতে চেয়ে জাতীয় মানবাধিকার কমিশন সম্প্রতি চিঠি দেয়। এভাবে হস্তক্ষেপের বিরোধিতাও করা হয়। তবে কেন্দ্র রোহিঙ্গা ইস্যুতে অনড় মনোভাব ধরে রেখেছে।

English summary
Rohingya Muslims living in India have entered illegally, they are not refugees, says Rajnath Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X