For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনডিএ ক্ষমতায় এলে 'জামাইবাবু' রবার্ট ভদরাকে জেলে পোরা হবে : উমা ভারতী

Google Oneindia Bengali News

এনডিএ ক্ষমতায় এলে 'জামাইবাবু' রবার্ট ভদরাকে জেলে পোরা হবে : ঊমা ভারতী
ঝাঁসি, ২১ এপ্রিল : বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নরেন্দ্র মোদী স্বয়ং জানিয়ে দিয়েছিলেন লোকসভা ভোটের পর ক্ষমতায় এলে সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরার বিরুদ্ধে কোনও প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হবে না। কিন্তু সেই কথাতে তোয়াক্কা না করে উমা ভারতী সাফ জানিয়ে দিলেন, এনডিএ ক্ষমতায় এলে রবার্ট ভদরাকে জেলে ঢোকানো হবে।

উমা ভারতীর কথায়, সমস্ত রীতি নীতি ভেঙে দুর্নীতির পথেই এত টাকা কামিয়েছেন সোনিয়া গান্ধীর জামাই। শুধুমাত্র সোনিয়া গান্ধীর জামাই বলেই সবাই ভদরাকে তোয়াজ করে চলে। কেন্দ্রীয় মন্ত্রীরাও সমঝে চলেন ওনাকে।

তাঁর মতামতের সঙ্গে বিজেপি নেতৃত্ব যে একমত নয় তা ভালই জানেন তাই নিজেই বলেছেন, হয়তো আমার কথায় দল অসন্তুষ্ট হবে। তবু বলব, আমার হাতে ক্ষমতা আসলে 'জামাইবাবুকে আমি জেলে পাঠাবোই'।

এই নিয়ে এক মাসের মধ্যে এই দ্বিতীয়বার ভদরা সম্পর্কে একই মত পোষণ করলেন উমা ভারতী। এর আগেও একই কথা বলেছিলেন ঊমা। তিনি বলেছিলেন, বিভিন্ন মিথ্যা ও জালিয়াতি কাজে জড়িত রয়েছেন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরা। বিজেপি ক্ষমতায় এলে তাঁকে জেলে পোরা হবে।

যদিও এবিষয়ে নরেন্দ্র মোদীর মত যে ভিন্ন তা তিনি জানিয়ে দিয়েছেন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি। ক্ষমতায় এলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলা হবে। কারও উদ্দেশে প্রতিহিংসাপরায়ণ আচরণ করা হবে না। রবার্ট ভদরা সোনিয়া গান্ধীর জামাই বলেই তাঁকে নিশানা বানাব, এমন নয়। ১২ বছর ধরে আমি অন্যদের প্রতিহিংসাপরায়ণ আচরণের শিকার হয়েছি। সেই পথে আমি চলতে চাই না।

অথচ দলের বিরুদ্ধে গিয়ে এমন ঊমা ভারতীর মন্তব্য যে বিজেপির কড়া নজরে পড়বে তা বলাই বাহুল্য়। বিজেপির আভ্যন্তরীন মতভেদ যে রয়েছে মোদী-ঊমার এই দুই মন্তব্যে তা আরও একবার প্রকাশ্যে চলে আসে। এর প্রভাব লোকসভা নির্বাচনের ভোটব্যাঙ্কে পড়বে কি না তাই দেখার।

English summary
Robert Vadra will be in jail if NDA comes to power: Uma Bharti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X