For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়ঙ্কার রাজনীতিতে পা, প্রেমপূর্ণ প্রতিক্রিয়ায় ফেসবুকে স্ত্রীকে অভিনন্দন স্বামী রবার্টের

অবশেষে রাজনীতিতে প্রিয়ঙ্কা গান্ধী। শুরু ‘দ্বিতীয় ইন্দিরা গান্ধী’ হয়ে ওঠার লড়াই। প্রিয়ঙ্কার রাজনৈতিক জীবনে পা রাখার পরই ফেসবুকে পোস্ট দিয়ে প্রেমপূর্ণ প্রতিক্রিয়া জানালেন স্বামী রবার্ট ভদরা।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে রাজনীতিতে প্রিয়ঙ্কা গান্ধী। শুরু 'দ্বিতীয় ইন্দিরা গান্ধী' হয়ে ওঠার লড়াই। 'তোমার জীবনের সবথেকে সেরা দিন। তোমার সবথেকে ভালোটাই চাই।' প্রিয়ঙ্কার রাজনৈতিক জীবনে পা রাখার পরই ফেসবুকে পোস্ট দিয়ে প্রেমপূর্ণ প্রতিক্রিয়া জানালেন স্বামী রবার্ট ভদরা। তাঁর এই ফেসবুক পোস্টের পরই লাইক আর শেয়ারের বন্যা বয়ে যায়।

প্রিয়ঙ্কার রাজনীতিতে, স্বামীর প্রতিক্রিয়া

সোমবার নিজের লোকসভা কেন্দ্র আমেঠিতে গিয়ে রাহুল গান্ধী ঘোষণা করেন, বোন প্রিয়ঙ্কার রাজনৈতিক জীবনে প্রবেশের কথা। কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করছেন। সামলাবেন পূর্ব উত্তরপ্রদেশের পর্যবেক্ষকের দায়িত্ব। প্রিয়ঙ্কার জীবনের এই সেরা দিনে তাই মন খুলে প্রতিক্রিয়া দিলেন স্বামী রবার্ট। লিখলেন কনগ্র্যাচুলেশন পি...তোমার জীবনের সেরা দিন। সেরাটাই দিও।

প্রিয়ঙ্কা কংগ্রেসের ট্রাম্প কার্ড

প্রিয়ঙ্কা কংগ্রেসের ট্রাম্প কার্ড

২০১৯এর নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। তার প্রাক্কালে কংগ্রেস তাদের ট্রাম্প কার্ড ফেললেন। তাঁকে রাজনীতিতে চাইছিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। কংগ্রেস নেতা-কর্মীদের বিশ্বাস প্রিয়ঙ্কাকে সামনে আনলে কংগ্রেসের পালে হাওয়া লাগবে। রাহুল গান্ধীও পাশে পাবেন এক জনপ্রিয় মুখকে।

ম্যাজিকের অপেক্ষায় কংগ্রেস

ম্যাজিকের অপেক্ষায় কংগ্রেস

সেটাই হল লোকসভার প্রাক্কালে। এখন দেখার প্রিয়ঙ্কার এই রাজনীতিতে প্রবেশ কতটা ম্যাজিক দেখাতে পারে আসন্ন নির্বাচনে। রাহুলের গান্ধীর এই সিদ্ধান্ত কতটা চমক দিতে পারে, তার উত্তর মিলবে অদূর ভবিষ্যতেই।

প্রিয়ঙ্কা কংগ্রেসে, উৎসাহ কর্মীদের

প্রিয়ঙ্কা কংগ্রেসে, উৎসাহ কর্মীদের

উল্লেখ্য, কংগ্রেসের লাগাতার ব্যর্থতার পর প্রিয়ঙ্কাকে সামনে আনার দাবি উঠেছিল কংগ্রেসে। দাবি উঠেছিল, প্রিয়ঙ্কা লাও, কংগ্রেস বাঁচাও। যদিও তারপর রাহুলের সভাপতি হওয়া এবং সাম্প্রতিক অতীতে কংগ্রেসের সাফল্যে সেই দাবি চাপা পড়ে গিয়েছিল। রাজনৈতিক মহলের মতে, রাহুল সঠিক সময়েই ট্রাম্প কার্ড ছাড়লেন। আর দায়িত্ব দিলেন মোদীর কেন্দ্র বারাণসী ও এককালে যোগীর কেন্দ্র গোরক্ষপুরের।

English summary
Robert Vadra gives reaction on facebook after Priyanka Gandhi’s joining politics. Robert puts up an adorable post on facebook post,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X