For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাকাতি করা সোনার গয়না বন্ধক রেখে লক্ষ লক্ষ টাকা ঋণ নিল ডাকাতদল!

হঠাৎ করে কোনও বাড়িতে একদল ব্যক্তি ঢুকে পড়ে বাড়ির সকলকে মাথায় বন্দুক ঠেকিয়ে মূল্যবান সামগ্রী, সোনার গয়না নিয়ে চলে যেত। এমন একটি দলকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ মার্চ : হঠাৎ করে কোনও বাড়িতে একদল ব্যক্তি ঢুকে পড়ে বাড়ির সকলকে মাথায় বন্দুক ঠেকিয়ে মূল্যবান সামগ্রী, সোনার গয়না নিয়ে চলে যেত। এরপরে সেই সোনার গয়না বন্ধক রেখে টাকা দেয় এমন সংস্থায় নিয়ে গিয়ে টাকা তুলে নিত তারা।[একদল মেয়ের হাতে লুঠ হলেন সলমন খান!]

এভাবেই এক সপ্তাহে এক একটি বাড়িকে টার্গেট করত ডাকাত দল। বেশ কিছুদিন ধরে এমন ঘটনা ঘটছিল দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিল্লিতে। সবমিলিয়ে ডাকাত দলটি গত ডিসেম্বর থেকে ২৪টি এমন ঘটনা ঘটিয়েছে।[১৫১টি ল্যাপটপ চুরি করে তা দিয়ে দোকান খুলে বসেছিল চোর, অবশেষে বমাল গ্রেফতার]

ডাকাতি করা সোনার গয়না বন্ধক রেখে লক্ষ লক্ষ টাকা ঋণ নিল ডাকাতদল!

তবে অবশেষে ঘটনায় যবনিকাপতন। সূত্র ধরে এগিয়ে পুলিশের হাতেই ধরে পড়েছে ডাকাতদলটি। তারপরই সোনা বন্ধক রেখে ডাকাতদলের অভিনব পন্থার কথা সামনে এসেছে।[চুরি করতে এসে শুধু ক্যাডবেরি নিয়ে গেল চোর, কাগজে লিখে চেয়ে গেল ক্ষমাও!]

স্থানীয় এলাকাবাসী এমন ঘটনা প্রত্যক্ষ করার পর দল তৈরি করে এলাকার বাড়ি পাহারা দিচ্ছিলেন। সেখান থেকেই গুরুত্বপূর্ণ সূত্র পায় পুলিশ। পরে দিল্লি পুলিশের এসিপি রাজেন্দর সিং ও ইনস্পেক্টর বিজয় চান্ডেল তিনজনের একটি গোষ্ঠীকে গ্রেফতার করেন।[সেলফি দেখে চুরির কিনারা করল পুলিশ, বমাল গ্রেফতার মহিলা সহ ৬]

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া তিনজনের নাম ভরত, অমিত ও বিকাশ। তিনজনেই মাদকাসক্ত যুবক। এবং এর আগে সম্পত্তি সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনবছর করে এরা জেলও খেটে ফেলেছে।

English summary
Targeting one house a week, the gang pulled off 24 burglaries since December last year. A team led by Delhi police ACP Rajender Singh and inspector Vijay Chandel arrested three of the members.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X