For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুরক্ষিত' রাজধানী এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি, লুঠ অন্তত ১০ লক্ষ টাকা

ট্রেন যখন রাজস্থানের কোটার কাছাকাছি ছিল, তখনই ট্রেনটির ১১ টি কোচে ব্যাপক হারে লুঠতরাজ চালায় ডাকাত দলটি। এসি ২ টিয়ার,এসি ৩ টিয়ারের যাত্রীদের ওপর চরম অত্যাচারা চালিয়ে জোর করে টাকা কেড়ে নেওয়া হয় বলে খবর

  • |
Google Oneindia Bengali News

মনে করা হয় এদেশে যাত্রী নিরাপত্তার দিক থেকে সবচেয়ে 'সুরক্ষিত' ট্রেন রাজধানী এক্সপ্রেস। কিন্তু , মুম্বই থেকে নিজামুদ্দিন গামী রজধানী এক্সপ্রেসের ডাকাতির ঘটনা সেই ধারণাকে বদলে দিতে পারে। দুঃসাহসিক এই ঘটনায় ডাকাতরা ১০ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে রাজধানী এক্সপ্রেস ছেড়ে চম্পট দেয়।

ট্রেন যখন রাজস্থানের কোটার কাছাকাছি ছিল, তখনই ট্রেনটির ১১ টি কোচে ব্যাপক হারে লুঠতরাজ চালায় ডাকাত দলটি। এসি ২ টিয়ার, এসি ৩ টিয়ারের যাত্রীদের ওপর চরম অত্যাচার চালিয়ে জোর করে টাকা কেড়ে নেওয়া হয় বলে খবর। তবে কীভাবে , কোথা থেকে ডাকাত দলটি ওঠে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পাশপাশি , কতজন ডাকাত ছিল, সেসম্পর্কেও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে যাত্রীদের মাদক খাইয়ে সর্বস্ব লুঠ করা হয়েছে বলে খবর।

'সুরক্ষিত' রাজধানী এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি, লুঠ অন্তত ১০ লক্ষ টাকা

এসি কোচের এক যাত্রীকে রীতিমত টেনে হিঁচড়ে তার থেকে টাকা আদায় করা হয়েছে। মোট ১১ জন যাত্রী এই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেন। ডাকাতদের লুঠতরাজের পর , আপাতত তাঁদের পার্স থেকে ওায়ালেটের সমস্ত টাকা খুইয়ে তাঁরা সর্বশান্ত। ডাকাতরা ট্রেন ছেড়ে য়াওয়ার সময় , তাঁদের ফাঁকা ওয়ালেট ও পার্স ছুঁড়ে ফেলে রেকে যায় ট্রেনের টয়লেটে। ঘটনার প্রেক্ষিতে, ট্রেনের কোচে লাগানো সিসিটিভি ক্যামেরা খতিয়ে হচ্ছে রেলের তরফে, যাতে ডাকাতির ঘটনার কিনারা করা যায়। তবে বহুদিন ধরেই এই রেল পথে ক্রমাগত টাকাতির ঘটনা ঘটছে বলে খবর।

English summary
Passengers travelling on board the Rajdhani Express, from Mumbai to Nizamuddin, were robbed near Kota in Rajasthan. Eleven coaches of the train, all AC-2 tier and AC-3 tier, were targeted by the thieves leading to an estimated Rs 10-15 lakh being stolen, according to preliminary reports.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X