For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘর বাঁধার স্বপ্ন থাকল অধরা, উত্তর প্রদেশে গুলিতে নিহত সদ্য বিবাহিতা বধূ

বিয়ে করে বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশের হাইওয়েতে ডাকাতদের হাতে প্রাণ হারালেন নববধূ।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

বিয়ের পর নতুন বৌ নিয়ে হইচই করতে করতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু মাঝপথে ডাকাতদের গুলি প্রাণ হারালেন নববধূই। একই সঙ্গে যাবতীয় অর্থ ও গয়নাগাটি নিয়ে চম্পট দিল ডাকাতের দল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মীরাট ও মুজফ্ফরনগরের মধ্যের একটি গ্রামের কাছে। ফের একবার প্রশ্নের মুখে যোগির রাজ্যে হাইওয়ে নিরাপত্তা ব্য়বস্থা।

মর্মান্তিক! বিয়ে করে ফেরার পথে ডাকাতদের গুলিতে নিহত সদ্যবিবাহিতা, প্রশ্নে হাইওয়ে নিরাপত্তা

[আরও পড়ুন:শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিগ্রহের অভিযোগ! কী বলছে কর্তৃপক্ষ][আরও পড়ুন:শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিগ্রহের অভিযোগ! কী বলছে কর্তৃপক্ষ]

শুক্রবার রাতে গাজিয়াবাদ থেকে একটি গাড়িতে ন্য়াশনাল হাইওয়ে ৫৮ দিয়ে বাড়ি ফিরছিলেন সদ্য় বিবাহিত দম্পতি শাহজেব ও ফারহানা। শাহজেব মুজফ্ফরনগরের মিমলানা রোডের বাসিন্দা। গাড়িতে তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যও ছিলেন। পরতাপুরের কাছে রাস্তার পাশের একটি রেস্টুরেন্টে তারা গাড়ি থামান। সেখানে রাতের খাওয়া সেরে 11 টা নাগাদ ফের রওণা হন। তখনই একটি গাড়ি নিয়ে চারজন দুষ্কৃতী তাদের পিছনে ধাওয়া করে। মাতৌর গ্রামের কাছে তারা শাহজেবদের গাড়িটি থামাতে বাধ্য করে। এলাকাটি থেকে দৌরালা থানার দূরত্ব মাত্র এক কিলোমিটার।

এরপর দুষ্কৃতীরা শাহজেবদের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ ও গয়না তাদের হাতে তুলে দিতে বলে। এরমধ্যেই এক দুষ্কৃতী ফাহারানা দিকে এগিয়ে যায়। তিনি তখনও গাড়ির ভেতরেই ছিলেন। তাকেও গায়ের গয়না খুলে দিতে বলে হয়। ফারহানা অস্বীকার করলে হঠাতই সাই দুষ্কৃতী গুলি চালিয়ে দেয়। এরপর রক্তাক্ত ফারহানাকে টেনে-হিচরে গাড়ি থেকে নামিয়ে তার যাবতীয় গয়না নিয়ে ওই গাড়িটিতে করেই তারা পালিয়ে যায়।

[আরও পড়ুন:শহরে বাড়িতেই জালনোটের ছাপা খানা! কী বলছে অভিযুক্তির পরিবার][আরও পড়ুন:শহরে বাড়িতেই জালনোটের ছাপা খানা! কী বলছে অভিযুক্তির পরিবার]

শাহজেবদের অন্য় আত্মীয়রা আরো দুটি গাড়ি নিয়ে অন্য় রুট দিয়ে ফিরছিলেন। তাদের খবর দেওয়া হয়। তারাই এসে ফাহারানাকে প্রায় ২৫ কিলোমিটার দূরের মুজফ্ফরনগর মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।।

ডাকাতদের সনাক্ত করতে পুলিশ বিভিন্ন পেট্রোল পাম্প ও ওয়েস্টার্ণ আপ টোল রোডের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পুলিশ সুপার মঞ্জিল সাইনি সহ একধিক উচ্চপদস্থ পুলিশ কর্তা। সাইনি বলেন, 'আমরা সব দিক খতিয়ে দেখছি।'

ন্যাশনাল ৫৮-এ আবারো এই ভয়ঙ্কর অপরাধের ঘটনায় প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশে রাতের হাইওয়ের নিরাপত্তা নিয়ে। তবে উত্তরপ্রদেশ পুলিশের দাবি ২০১৬ সালের জুলাই মাসে বুলন্দশহরের হাইওয়েতে এক মা ও তার নাবালিকা কন্য়ার ধর্ষিতা হওয়ার ঘটনার পর থেকে উত্তর প্রদেশের হাইওয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তা যে যথেষ্ট নয় তাই দেখিয়ে দিয়ে গেল শুক্রবারের হাইওয়ে ডাকাতি ও হত্যাকাণ্ড।

English summary
Criminals shot dead a newly married bride after looting her and her husband of cash and jewellery.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X