For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'১৯ লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী জোট ভাঙনের দোড়গোড়ায়! বাড়ছে জটিলতা

লোকসভা নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলই নিজের মত করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। মোদী ব্রিগেডকে রুখতে বিরোধী শিবির মহাজোটের কথা আগেই ঘোষণা করেছিল। যদিও বিরোধী মহাজোটের তরফে কে প্রধানমন্ত্রীর মুখ হয়ে

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলই নিজের মত করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। মোদী ব্রিগেডকে রুখতে বিরোধী শিবির মহাজোটের কথা আগেই ঘোষণা করেছিল। যদিও বিরোধী মহাজোটের তরফে কে প্রধানমন্ত্রীর মুখ হয়ে উঠবে তা নিয়ে রয়ে গিয়েছে কিছুটা ধোঁয়াশা। এদিকে , আজ দিনভর একেরপর এক ঘটনায় বিরোধী মহাজোট বড়সড় ধাক্কা লেগেছে। ওড়িশায় বিজেডি থেকে উত্তপ্রদেশে আরএলডি , বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল ক্রমেই কপালে ভাঁজ ফেলেছে বিরোধী মহাজোট-অর।

উত্তরপ্রদেশের প্রেক্ষাপট

উত্তরপ্রদেশের প্রেক্ষাপট

উত্তর প্রদেশে ১৫ জানুয়ারি নাগাদ মাহাজোট সম্পর্কে ঘোষণা করতে চলেছে মায়াবতীর বিএসপি ও আখিলশের সমাজবাদী পার্টি সমেত বেশ কয়েকটি বিজেপি বিরোধী দল। তবে জোট পরিপক্ক রূপ নেওয়ার আগেই বেঁকে বসেছে উত্তর প্রদেশের দাপুটে রাজনৈতিক দল আরএলডি।

 আরএলডির দাবি

আরএলডির দাবি

উত্তরপ্রদেশে মায়াবতী, অখিলেশের 'বুয়া-ভতিজা'র জোট রাজনীতিতে আসন রফা নিয়ে খানিকটা বেঁকে বসেছএে আর এলডি । অজিত সিং চৌধুরী এর দলের দাবি, উত্তরপ্রদেশের বাছাই ৫ টি লোকসভা আসনে তাঁদের লড়তে দিতে হবে। এরমধ্যে রয়েছে আমরোহা , বাগপাট, মুজাফ্ফর নগর, মথুরা।
বিষয়টি নিয়ে অজিত চৌধুরির সঙ্গে আলোচনাতেও বসে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তবে রফাসূত্র এখনও বের হয়নি বলে খবর।

জোটের বাইরে বিজেডি

জোটের বাইরে বিজেডি


এদিন ওড়িশার সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল বিজেডির তরফেও নবীন পট্টনায়ক জানিয়ে দেন যে , মহাজোট থেকে তাঁর দল দূরে থাকছে। এই আঞ্চলিক দল মহাজোট থেকে বেরিয়ে আসায় ভোটঅঙ্কের খতিয়ান নিয়ে আপাতত ব্যস্ত বিজেপি বিরোধীশিবির।

নবীন পট্টনায়কের দাবি

নবীন পট্টনায়কের দাবি

এদিন , মহাজোট থেকে নিজের দলকে সরিয়ে নেওয়ার সময় নবীন পট্টনায়ক জানিয়ে দেন, তাঁর দলকে তিনি কংগ্রেস ও বিজেপি দুই শিবির থেকেই দূরে রাখতে চান। উল্লেখ্য, কার্যত এমনই পথে হাঁটছে তেলাঙ্গানার শাসক দল তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতিও। সবমিলিয়ে বিজেপি বিরোধী জোট কোনপথে এগোচ্ছে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে নির্বাচনী ফর্মুলা নিয়ে আলোচনা করে গিয়েছে টিআর এস প্রধান কে চন্দ্রশেখর রাও।

English summary
Roadblock to 'Gathbandhan' in UP as RLD Demands 5 Seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X